সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০২:১৯ অপরাহ্ন

কবিতা – পরীক্ষা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ২০৬ বার

তিনটি অক্ষরের শব্দ পরীক্ষা,

যার থেকে পাওয়া যায় না রক্ষা।

স্কুল কলেজে হয় অনেক
ছোট বড় পরীক্ষা,
পরীক্ষার হলে শুরু করে
শিক্ষার্থীরা উত্তরের ভিক্ষা।

পরীক্ষার হলে যখন
প্রায় সময় শেষ,
তখন শিক্ষার্থীরা বলে
প্লিজ স্যার এই উত্তরটা আছে অবশেষ।

মাঝে মধ্যে পরীক্ষার
হল হয় অনেক নিরব,
পাশের ঐ পার্ক থেকে
পাওয়া যায় পাখির কলরব।

এই লকডাউনে শুরু হইলো
আবার অনেক পরীক্ষা,
পরীক্ষার রেজাল্ট দেখে
নিজেই নিজেকে জানায় দিক্ষা।

অনলাইনে পরীক্ষা মানে
ভিডিও অন কর,
খাতা যেন দেখা যায়
ভালো করে ক্যামেরা ধর।

আবার মাঝে মধ্যে
নানান গ্রুপে নেয় পপ টেস্ট,
এই লকডাউনে ও শিক্ষার্থীরা
প্যারায় আছে বেশ।

লেখক: সুমাইয়া আক্তার

এইচএসসি পরীক্ষার্থী, উত্তরা গার্লস কলেজ

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ