সাদা সুগন্ধী ফুলেল কূলে
নীল যমুনার তীর ঘেঁষে,
ছোট কৃষ্ণচূড়ার ছায়াতলে
রয়েছি দুহাত বাড়িয়ে।।
তুমি আসবে সেথায় মুখোরিত করে
বাজিয়ে ওই মায়া কাঁকন,
পায়ের তালে নুপুরের ঝনঝন,
দুলবে তোমার শাড়ীর আঁচল
দুনয়নে হেরব তোমার দুনয়ন।।
যমুনার শান্ত জলে-
ডুবের ছলে রয়েছি নীরবে,
কবে ফুটবে ফুল কৃষ্ণচূড়ার শাখে,
নাকি এভাবেই বহমান থাকব জলে।।
তোমার মায়ার ছল ছল ধারায়
হারিয়ে গিয়ে খুঁজি তোমায়,
হয়তো বা পিছুটানের নেশায়
আসবেই তুমি আসবেই নীল যমুনায়।
লিখেছেন: পংকজ চক্রবর্তী জয়
অনার্স ৩য় বর্ষ, সিলেট এমসি কলেজ।