সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন

কবিতা – নতুন ভোরের অপেক্ষায়

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৩১৭ বার

চোরাবালির চেয়ারে বসে করছো বিচার কাজ
প্রমান দেখোনা, যাচাই করনা, কবে হবে তোমাদের লাজ?
মাকাল ফলের বোঝা আজ ভরে গেছে ভবে
চোখে চশমা পড়ে,  মায়া কান্না করে, উপর তলায় আর কতদিন রবে?
বাজ পাখির নজর পড়েছে এই সমাজের বুকে
খোপ আছে অনেক পুষে রাখা, আছে মনে বিদ্রোহ আঁকা তবুও লোকসমাজে থাকি হাসিমুখে।

মৃত্যু অনিবার্য, তাই মৃত্যুকে করিনা ভয়

কান্ডারী যুবক তুমি উঠে দাড়াও, সমাজে সাম্যের গান ছড়াও একদিন হবেই মোদের সাম্যের জয়।

হতে পারি কৃষক মোরা, হতে পারি জেলে, দেখবো একদিন সোনালী ভোর, বিনাশ হবে বাজ তোর
অপেক্ষা শুধু কবে আসবে সেই ছেলে।

 

লিখেছে: আব্দুল্লাহ আল ফারুক

শিক্ষার্থী : ঘাটাইল ক্যান্টনমেন্ট  পাবলিক স্কুল এন্ড কলেজ।    

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ