বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন

সেলিম চৌধুরী’র কবিতা-‘গ্রামীণ জনপদের উন্নয়নে কোটি মানুষের প্রাণ এম এ মান্নান’

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৪২ বার

তুমি কীর্তিমান, ভাটি বাংলার উন্নয়নের রুপকার সুনামগঞ্জবাসীর গৌরব আমাদের অহংকার।

শুধু তোমারই কারণে এই অবহেলিত হাওরের মানুষ অন্ধকার থেকে মুক্তি পেয়ে দেখেছে আলোর পথ।
সেই প্রত্যাশিত মুক্তির রচিয়তা আমাদের স্বপ্নদ্রষ্টা গ্রামীণ জনপদকে উন্নয়নের রোল মডেল করার দ্রষ্টা।
তুমি শুধু ভাটি রত্নই নয় আর্শীবাদও বটে
তুমি যে উন্নয়নের কারিগর বলছে সর্বলোকে।
ভাগ্য গুণে আমরা পেয়েছি গরীবের নেতারে ভাই,
যার গুণকীর্তন হবে না শেষ আদিমন্ত পুরাটাই।
দক্ষিণে দেখ উত্তরে দেখ, দেখ সর্বদিকেই
উন্নয়নের উন্নয়নে পূর্ণ গ্রামীণ জনপদ বলছে সর্বলোকেই।
অল্প সময়ে এতো উন্নয়ন করেনিতো কেউ এর আগে,
শুধু তোমারই জন্যে এতো সুখ জুটেছে মোদের ভাগে।
আপনার চরণতলে নয়ন করিলাম নতো হে কীর্তিমান,
তাইতো ভাটির মানুষের প্রাণের প্রিয় তুমি এম এ মান্নান।
লিখেছেন; জি এম সেলিম চৌধুরী 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ