মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন

কবিতা : গেল দুই হাজার বিশ

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ১৯৯ বার

কাজী জমিরুল ইসলাম মমতাজ

ভাবে সাবে গেল ২হাজার বিশ
অহংকার করলে পাবে শীষ,
পিছন মনে রাখিছ
না হয় পুড়বেনা তোর খাহিশ।
কত বাদশা ফকির হইল
লুঠা লইয়া হাটে গেল,
ফকির হইয়া মনে হইল
আফসোস ছাড়া কি আর রইল।
মানুষ মানুষকে মানুষ মনে করবে
সে প্রকৃত মানুষ হইবে,
কেহ যদি মানুষকে অবহেলা করে
অবহেলায় তাকে নিয়ে যাবে ঝরে।
কত উঁচু নিচু হল ২০২০ শে
তোমার এত অহংকার কিসে,
ভেবে দেখনা ক্ষমতা কে দিছে
তার সাথে রয়েছি মোরা মিশে।

লেখক: সাংবাদিক ও কাজী

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ