সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন

কবিতা – করোনা পায় ভয়

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ২৬৯ বার

কাজী জমিরুল ইসলাম মমতাজ

জীবন নিয়ে করি যুদ্ধ পরাজয়ের নেই কোন ভয়,
মানব জাতি শ্রেষ্ট জাতি করোনা পায় ভয়,
স্বাস্থ্য বিধি মেনে চলি প্রচার অভিযান রয়,
বাস্তবেতে নেইকো মিল সদা সর্বদা দেখতে হয়।
নীতি নির্ধারকের আওয়াজ সর্বত্র পৌছে দেয়া হয়,
হাট বাজারে দেখা যায় অবাক করা মানুষের বলয়,
আদৌকি আইন মানছি দেখিলে ভয় হয়,
মালিক জানেন কখন কপালে কি রয়।
জেনে শুনে যদি করোনাকে কাছে টেনে লয়,
কে কাকে করবে বারণ দিবালয়,
সময় থাকতে পৌছে গেলে মরণালয়,
তখন কারো থাকবেনাকো ক্ষমতালয়।
অবুজ সৃষ্টি জীবটিও খাদ্যের জন্য মালিকের স্বরনাপন্ন হয়,
সৃষ্টির সেরা জীব হয়েও কেন মালিককে বুঝবার নয়,
মালিকের খুশিতে মানুষের জীবন সুন্দর হয়,
সময় থাকতে মালিককে ভজন করিয়া লয়।
লেখকঃ কাজী ও সাংবাদিক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ