রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:১৮ পূর্বাহ্ন

কবিতা-“আমি আর আবদ্ধ থাকব না”

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জুলাই, ২০১৮
  • ৯৩৭ বার

গৃহের কোনে আবদ্ধ ভুবনে –

থাকব না, আর আমি বন্ধী থাকব না!

ঐ নীলে হারাব, হব মুক্ত বিহঙ্গের ডানা,
উড়ব শুধু উড়ব আমি, ঐ হিমালয়ে কিংবা গহীন আমাজনে,
দেখে আসব সব অদেখা, আছে যত অজানা আপন মনে।

হব আমি বিশ্বময়ীর অতিথি,
রবে না আমার দেশ কাল পাত্রের ভেদ, অভেদ আমি, হব বিশ্ব মানবের জ্ঞাতি!
মশাল জ্বেলে ছোটব আমি ধরনীর আনাছে কানাছে,
জ্ঞানের দ্বিপ্তী ছড়াব, যেথা অন্ধকারে ডুবে আছে!!

আমি আর বদ্ধ ঘরে থাকব না হয়ে আবদ্ধ,
যেথায় মানবতা ভুলুণ্ঠিত হয়ে মুখ থুবরে পড়ে আছে!
সেথায় অগ্নিস্ফুলিঙ্গের মত গিয়ে দাড়াব ভীষণ ক্ষুব্ধ !!
যেখানে সহস্র নিষ্পেষিত মানব শিশুর নিষ্পাপ চাহনী অসহায় !!
সেখানে আমি উড়ে যাব কুণ্ডলী পাকানো দমকা হাওয়ায় !!!

যেথায় শুধুই ধ্বংসস্তুপ, মৃত্যু, মিছিল ক্ষুধার !
সেথায় নিয়ে যাব শান্তির বার্তা,আবির্ভুত হব হয়ে মানব মুক্তির অবতার!!
আমি ধুলায় লুটাব আকাশ চুম্বি সব অহঙ্কার !
আমাকে ছুতে পারবে না আর কোন জরা কিংবা অন্ধকার।

আমি শৃঙ্খল মুক্ত হব, সময় এসেছে ভাঙ্গার ঐ শত তালায় আবদ্ধ ধার,
আমি নালিশ করে কাঁপাব আরশ ঐ বিধাতার !
আমি আর গৃহ কোনে আবদ্ধ থাকব না!!

আমার ডানা রাঙ্গাব আমি নতুন বর্ণীল স্বপ্নে,
রং তুলির আচরে ঢাকব বিবর্ণ, ক্রূর, অন্ধকার,
ছড়াব রংচটা আতঙ্কিত মনে!
তিমির রাত্রী ভেদিয়া আনিব প্রভাত, রক্তিম সূর্য !!
আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত, ধ্বংসীত ভুবনে!!

আমি আর আবদ্ধ থাকব না!! আমি আর আবদ্ধ থাকব না!!

 

ফয়ছল আহমদ,প্রভাষক- ডুংরিয়া হাই স্কুল এন্ড কলেজ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ