হে প্রভু, কহি কর জোড়ে তোমার চরণে-
এ বিশ্ব সংসার আজ অত্যন্ত অশুভ ক্ষণে
পতিত হয়ে দিশেহারা, সর্বদা আতংকিত
হুমকিতে স্বাভাবিক জনজীবন, হয়েছে ব্যাহত।
দিন দিন পাল্লা দিয়ে নেমেছে মরণখেলায়
শোকাবহ এ ধরিত্রী যে সুসময়ের অবেলায়
দুর্বিপাকে বিশ্বের মানুষ, বিশ্বের নেতারা
সামাল দিতে টালমাটাল, সবাই ছন্নছাড়া!
গাছের শাখায় বৈরী বাতাস,কপালে চিন্তার ভাজ
সমগ্র বিশ্ব জয় করে আজ, করোনায় করছে যে রাজ।
আক্রান্ত হচ্ছে জনসাধারণ, শাসক শোষক সহ
আক্রান্ত হচ্ছে ডাক্তার নার্স,বাদ যায় নি কেহ।
কখন থামবে মরণফাঁদ; কেটে যাবে এই দুর্দিন
আশার ভেলায় আলোর সঞ্চার,আসবে কি তুমিহীন;
প্রার্থনা করি তোমার চরণে, তুমি দয়ার সাগর
রক্ষা করো, মঙ্গল করো, দেখো ক্ষমা সুন্দর।
তুমি প্রভু,তুমি সর্বশক্তিমান জানি তো সকলে
তোমার সম্মুখে ধ্বংস কেন হবে এই অকালে?
লেখক: কুমার কাঞ্চন,
হবিবপুর, শাল্লা, সুনামগঞ্জ।