কাজী জমিরুল ইসলাম মমতাজ
আজব মানুষের দানবের কাজ,
খেতে পারুক আর না পারুক তাতে তার লাজ।
বেশী বুদ্ধিগিরী দেখাইলে কি হবে তোমার সাজ,
ভেবোনা তুমি এসেছো সেই শাহজানের তাজ।
অতীতকে ভেবে দেখে তোমার পূর্বেরা কি করেছে কাজ,
তাতেই তুমি খুজলে পাবে তোমার আরামের মাঝ।
আত্মীয় বা অনাত্মীয় হউক দিক্ষার না দেয়াই তোমার কাজ,
দিক্ষার দিতে এতে তোমার আনন্দ পেতে নাই কেন লাজ।
তুমিত ফুটানিতে উস্তাদ সহযোগিতার নামে করো গালিগালাজ,
ভেবেছোটা কি? এজগতটা কি তোমার কোন পূর্বেকার রাজ।
মনকে বড় করো ছোট বড় সমান দেখ পাবে সবার তাজ,
নইলে জীবন চলার পথে পদে পদে পাবে লাজ।
সবই খোদার সৃষ্টি তাতে দেখতে নেই হিংসার দৃষ্টি,
সৃষ্টি জীবের সাথে কথা বলবে মিষ্টি মিষ্টি।
মানুষকে নিয়ে পরিহাস করা তোমার নয় কাজ,
তুমি তোমার দিকে থাকালেই পেয়ে যাবে সাজ।
লেখকঃ কাজী ও সাংবাদিক।