সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০২:২২ অপরাহ্ন

কবিতা – অমূল্য বস্তুর নিলাম

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ২৪৬ বার

আজ অনেক দিন পর বিবেকের বাহনে চড়ে হাটে গেলাম।

কত কিছু বিক্রি হতে দেখলাম,কত বস্তু দ্রব্যের ছড়াছড়ি।
সামান্য কয়টা কানাকড়ি আর কচকচে নোট দিয়ে কত কিছুই কিনে নেওয়া যায়।কিন্তু এসব বস্তু বিক্রি তো স্বভাবজাত,নিত্য প্রয়োজনীয়।

আচ্ছা,
এই মুল্যের দরদামে বিক্রি বস্তু দ্রব্যের আড়ালে যে কত অমুল্য বস্তু বিক্রি হয়,তার খোঁজ কি কেউ রাখে?
আচ্ছা শুনো তবে কি কি বিক্রি হচ্ছে,কি সেই অমুল্য বস্তু।

কাঠের চেয়ার হয়তো কলমের খোঁচা,নয়তো ভালো নামডাক এগুলোর বিনিময়ে রোজ অমুল্য বস্তুর নিলাম হয়।
ভালো একটা চেয়ার আর নামের শেষের একটা তকমা লেপে নিয়েই,রোজ কত ব্যক্তি কলমের খোঁচায় তার ‘সততা’ বিক্রি করছে।
ভালোবাসার ভারী প্রলেপে পরকিয়ার চাদর পড়ে কত সুন্দর করেই না স্বামী তার স্ত্রীর ‘বিশ্বাস’টা বিক্রি করছে।

পাড়ার ওই ছেলেটা, কত আত্নবিশ্বাসী ছিল সে পুরো সত্তর আশি নাম্বার পাবে।কিন্তু কি হলো জানো??
সেই শিক্ষকের কাছে কোচিং পড়েনি বলে টেনেটুনে চল্লিশে পাস করলো।পাঁচ টাকার কলমের কলঙ্কে তার ‘আত্নবিশ্বাস’টাও বিক্রি হয়ে গেলো।

আচ্ছা,
খেয়াল করে দেখো তো,সেই বেখেয়ালি ছোট্ট মেয়েটি যখন তার খুব কাছের বা পাড়ার কিছু মানুষের কালো হাতের স্পর্শে মরে যায়।
তখন কি সুন্দর করেই না তার যত্নে পোষা ‘ভরসা’টা বিক্রি হয়ে যায়।
বাদী বিবাদীর প্রভাব প্রতিপত্তি আর মিথ্যা সাক্ষীর কাছে রোজ কত ‘সত্যবাদীতা’ বিক্রি হচ্ছে।
সম্পত্তি আর ভাগাভাগি নামের নিলামে রোজ কত ‘ভ্রাতৃত্ব আর আত্নার সম্পর্ক’ বিক্রি হয় তার খবর কেই বা রাখে।

দারিদ্র্য নামের অভিশাপে কত আদুরে সন্তানের বায়নার কাছে বাবা-মা রোজ ‘মিথ্যে আশ্বাস’ বিক্রি করে।
খুব কাছের মানুষটি যখন মৃত্যুর আলিঙ্গনের অপেক্ষায় ঠিক তখনো প্রিয় মানুষটি “তোমার কিচ্ছু হয়নি” বলেই ‘সান্ত্বনা’ নামের শব্দটিও বিক্রি করে।

কত কিছুই তো এমন করে রোজ বিক্রি হচ্ছে,কিছু পরের কল্যাণে আর কিছু ধ্বংসে।
খুব ভয় হয় এত বেচা বিক্রির কাছে কখন না জানি আমাদের ‘ব্যক্তিত্ব আর আত্না’টাও বিক্রি হয়ে যায়।
রোজ আদুরে সন্তানের বায়নার কাছে ‘আশ্বাস’ আর প্রিয় মানুষের কাছে ‘মিথ্যা সান্ত্বনা’ বিক্রি হোক।
শুধু লালসা আর কুপ্রবৃত্তির চরিতার্থে যত বেচা বিক্রি সবটা পন্ড হোক।
পৃথিবীতে শুধু দরদাম আর কানাকড়িতে বিক্রি দ্রব্যের ছড়াছড়িতে হাট বসুক।

লিখেছেন: আকলিমা আক্তার (আরিশা)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ