আমি ছিলাম না সেদিন, শুনিনি সেই ভাষণ !
কেমন ছিল তার ভঙ্গিমা, কেমন ছিল তার আসন।
কেমন করে তুলেছিলেন তর্জনী!
কেমন দিয়েছিলেন সিংহের মত গর্জন,
যে গর্জনে প্রকম্পিত হয়েছিল আকাশ বাতাশ,
নরঘাতকদের, স্তব্ধ হয়েছিল হৃদ স্পন্দন।
আমি শুনিনি তার ব্যকুল কণ্ঠের আহবান,
আমি শুনতে পাইনি কবি কণ্ঠে গাওয়া সেই গান,
আমি তাই সেদিন, দিতে পারিনি জয়বাংলা স্লোগান !!!
নচেত হতাম নিশ্চিত, মুক্তি বাহিনীর তাক করা কামান।
ফয়ছল আহমদ,প্রভাষক- ডুংরিয়া হাই স্কুল এন্ড কলেজ।