বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৪৮ অপরাহ্ন

কন্ডিশন নয়, বিশ্বকাপে চাপ সামাল দেয়াই হবে গুরুত্বপূর্ণ : কোহলি

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২২ মে, ২০১৯
  • ৪৭৭ বার

স্পোর্টস ডেস্ক 
বিশ্বকাপ খেলতে ২৩ মে দেশ ছাড়বে ভারত। এর আগে আজ (মঙ্গলবার) গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রী। সেখানে গণমাধ্যমের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দেখা গেছে তাদেরকে।
সংবাদ সম্মেলনে ক্রিকেটের সর্বোচ্চ আসর নিয়ে কোহলি বলেন, ‘বিশ্বকাপের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ভারতীয় দল। এখন সফলতা পেতে ক্রিকেটারদের মনোযোগ ধরে রাখতে হবে।’ এ সময় দলের লক্ষ্য সম্পর্কে কোহলি বলেন, ‘আমার মনে হয় বিশ্বকাপে আমাদের একমাত্র লক্ষ্য হলো ভালো ক্রিকেট খেলা। আমাদের পুরো মনোযোগ সেদিকে রাখতে হবে। তবেই ফলাফল পক্ষে আসবে।’
ইংল্যান্ডের ভিন্ন কন্ডিশন নিয়ে ভারতীয় অধিনায়কের মত, ‘বিশ্বকাপে চাপ সামাল দেয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ, কন্ডিশন নয়। আমাদের বোলাররা সতেজ রয়েছে, কারো ভেতর অবসাদ কাজ করছে না।’
১৯৯২ বিশ্বকাপের পর রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে আয়োজিত হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। সুতরাং, প্রথম পর্বে টুর্নামেন্টে অংশ নেয়া সকল দল একে অপরের মুখোমুখি হবে। আর এই বিষয়টিই এবারের বিশ্বকাপকে আগের যে কোনোবারের কঠিন করে তুলবে বলে মনে করছেন কোহলি।
এদিকে আইপিএলে এবার আগের মতো জ্বলে উঠতে পারেননি কোহলি। ফর্মে নেই বিশ্বকাপ দলে ডাক পাওয়া রিস্ট স্পিনার কুলদীপ যাদবও। এ কারণে কলকাতা নাইট রাইডার্সের একাদশ থেকে বাদও পড়েছিলেন তিনি। ভারতীয় টিম ম্যানেজমেন্টের কপালে তাই চিন্তার ভাঁজ পড়ার কথা। কেননা কুলদীপই যে তাদের স্পিন বোলিংয়ের সেরা অস্ত্র।
তবে দুশ্চিন্তায় মাথা কুটে মরতে নারাজ বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যান কোহলি। কুলদীপের ব্যাপারে দলের অধিনায়ক বলেন, ‘কুলদীপ অনেক বেশি সফলতা পেয়েছে। যখন সবকিছু আপনার পক্ষে যাবে না সেই মুহূর্ত উপলব্ধি করাও গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা খুশি যে বিশ্বকাপের আগে আইপিএলে এই ঘটনা ঘটেছে। তার হাতে এখন সময় আছে ভুলগুলো শুধরে আরও শক্তভাবে ফিরে আসার।’
কোহলি দলের দুই স্পিনার কুলদীপ ও ইয়ুজবেন্দ্র চাহালের স্তুতি গেয়ে আরও বলেন, ‘আমাদের বোলিং ইউনিটের গুরুত্বপূর্ণ দুই স্তম্ভ হলো তারা।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ