দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক :
‘একজন মানুষকে অন্ততপক্ষে তিনশো বছর বেঁচে থাকা উচিত’। এমন জীবনমুখী বাণী প্রথম উচ্চারণ করতে পেরেছিলেন-আখতারুজ্জামান ইলিয়াস। যদিও প্রিয় এই কথাকার ক্যান্সারের কাছে হার মেনেছিলেন মাত্র ৫৪ বছর বয়সে। প্রিয় স্বল্পপ্রজ ইলিয়াস বাংলা কথাসাহিত্যে এক অনন্যসাধারণ প্রতিভার নাম। লেখকি সততা,বাস্তবতার নিপূণ চিত্রন,ইতিহাস ও রাজনৈতিক জ্ঞান, গভীর অন্তর্দৃষ্টি ও সূক্ষ্ম কৌতুকবোধ তার রচনাকে দিয়েছে অন্যদের থেকে একদম ভিন্ন এক রাস্তা। তাই তো প্রিয় কথাসাহিত্যিক মহাশ্বেতা দেবীর মূল্যায়ন ছিল এমন,’কি পশ্চিম
বাংলা কি বাংলাদেশ সবটা মেলালে তিনি শ্রেষ্ট লেখক।’ লেখকদের লেখক এই কথাকারের আজ জন্মতারিখ। জন্মদিনে লেখকের প্রতি থাকলো গভীর শ্রদ্ধা।