মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজ শহরেই মাঠে ফিরছেন তামিম

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১০ নভেম্বর, ২০১৮
  • ১৮৪ বার

স্পোর্টস ডেস্ক::
লন্ডনে হাতের কব্জির চিকিৎসা শেষে দেশে ফিরে বলেছিলেন, সব কিছু ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবার মাঠে ফেরার সম্ভাবনা আছে। গত মাসে জাগো নিউজের সাথে আলাপে তামিম বলেছিলেন, দিন তারিখ গুণে বলে যাবে না, তবে মাসখানেকের মধ্যেই আমার মাঠে ফেরার সম্ভাবনা আছে। সে কথাই সত্য হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে নভেম্বরের তৃতীয় সপ্তাহে আবারও মাঠে ফিরে আসছেন তামিম ইকবাল।
জাতীয় দলের এক নাম্বার ওপেনারের জোর আশা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেই খেলতে পারবেন। উল্লেখ্য, দুদিন ধরেই হালকা ব্যাটিং প্র্যাকটিস করছেন তামিম। শেরে বাংলা একাডেমির মাঠে স্লো বোলিংয়ের বিপক্ষে তাকে ব্যাটিং প্র্যাকটিস করতে দেখা যাচ্ছে। তামিমের আশা, কদিন পর পেস বোলিংয়ের বিপক্ষেও নেটে ব্যাট করতে পারবেন।
মাঠে ফিরে অনুশীলন করছেন। উন্নতি হচ্ছে। সেই আলোকে আজ রাতে তামিম বলেন, ‘সবকিছু ঠিকভাবে চলছে, এমন চললে আমি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেই খেলতে পারব।’
টেস্ট ক্রিকেটে দেশের সফলতম ব্যাটসম্যানের এ আশা পূর্ণ হলে তার আবার ক্রিকেটে ফেরা হবে নিজ শহর চট্টগ্রামে। কারণ বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই ২২ নভেম্বর থেকে শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ