স্পোর্টস ডেস্কঃ
দরজায় কড়া নাড়ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ, এক বছরের নির্বাসন কাটিয়ে জাতীয় দলের হয়ে ওই বিশ্বমঞ্চে পারফরমের প্রস্তুতি নিচ্ছেন ডেভিড ওয়ার্নার। এর আগে তার মনোবলে আঘাত করলো ইংল্যান্ডের সমর্থক গোষ্ঠী বার্মি আর্মি।
সোশ্যাল মিডিয়া টুইটারে ওয়ার্নারের একটি ছবি পোস্ট করেছে ব্রিটিশ সমর্থক গোষ্ঠী। তাতে তার জার্সির সামনে ‘প্রতারক’ শব্দ লিখে দিয়েছে তারা। বুকের ঠিক ওই জায়গাতেই ‘অস্ট্রেলিয়া’ লেখা থাকে। সেটিকেই বিকৃত করেছে বার্মি আর্মি। পাশাপাশি আরো দুটি ছবিতে মিচেল স্টার্ক ও নাথান লায়নের হাতে শিরিষ কাগজ ধরিয়ে দিয়েছে তারা।
কেপটাউনে কুখ্যাত স্যান্ডপেপার গেটের জন্যই মূলত ওয়ার্নারকে এভাবে কটাক্ষ করা হয়েছে। তবে লায়ন ও স্টার্ককে যোগ করে প্রকারান্তরে গোটা অস্ট্রেলিয়া দলকেই প্রতারক আখ্যা দিয়েছে বার্মি আর্মি।
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড দ্বৈরথ নতুন নয়। ক্রিকেটের আদি দ্বৈরথ দুই দলের লড়াই। এবারের বিশ্বকাপে উভয় দলই ফেভারিট। এর আগে চিরপ্রতিদ্বন্দ্বিদের মানসিকভাবে পিছিয়ে দিতেই হয়তো এ ছলচাতুরির আশ্রয় নিয়েছে পাঁড় ইংলিশ সমর্থকরা।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস