শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন

‘ওস্তাদ স্পিড বাড়ান সামনে স্টুডেন্ট’

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ২৮৫ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::  রাজধানীর প্রগতি সরণিতে সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় বাংলাদেশ প্রফেশনাল ইউনিভার্সিটির (বিইউপির) ছাত্র আবরার আহমেদ চৌধুরীর (২০) মৃত্যুর পর থেকেই সড়ক অবরোধ করে রেখেছে বিইউপির বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

 

মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে আরবার নিয়ম মেনেই পথচারী পারাপারের জন্য নির্ধারিত স্থান জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

 

নিরাপদ সড়কের দাবিতে আবারও কিছু লিফলেট, প্লাকার্ড ও কার্টুন ভাইরাল হয়েছে। যার মধ্যে একটিতে স্কুলড্রেস পরা এক ছাত্রের হাতে থাকা কাগজে লেখা, ”ওস্তাদ স্পিড বাড়ান সামনে স্টুডেন্ট”।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ আবার মন্তব্য করছেন, ”পড়াশুনা করে যে গাড়ি চাপা পড়ে সে”।

এদিকে, আরবারের মৃত্যুর পর রাজধানীর প্রগতি সড়কে অবস্থান নিয়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এতে নতুন বাজার থেকে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম তাদের বেশ কিছু দাবি পূরণের প্রতিশ্রুতি দেন।

 

এদিকে, বসুন্ধরা আবাসিক গেট এলাকার রাস্তায় অবরোধকারী শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের দাবি লিখিতভাবে জানানো অনুরোধ করে ঢাকা সিটি উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এ সময় মেয়রের অনুরোধে বিইউপি শিক্ষার্থীরা লিখিতভাবে তাদের দাবিগুলো তুলে ধরেন। এর মধ্যে অন্যতম হচ্ছে :

 

১) ১০ দিনের মধ্যে সুপ্রভাত বাসের চালক, হেলপার ও মালিকের ফাঁসি
২) সু-প্রভাত ও জাবালে নূরসহ যেসব বাস আজ ও এর আগে দুর্ঘটনা ঘটিয়েছে সেসব বাসের রুট পারমিট বাতিল।
৩) চালক হেলপারের ডোপ টেস্ট
৪) বাস-সহ গণপরিবহনের চালক-হেলপারের আইডি কার্ড ভিজিবল করা।
৫) বসুন্ধরা আবাসিক/যমুনা ফিউচার পার্কের সামনে জেব্রা ক্রসিংসহ নিহত আবরারের নামে ফুটওভার ব্রিজ করতে হবে দুই মাসের মধ্যে। ইত্যাদি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ