রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৮:২৭ পূর্বাহ্ন

‘এ টেস্টেই ট্রিপল সেঞ্চুরি হয়ে যেতে পারে’ মুমিনুল হক

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০
  • ২১৪ বার

স্পোর্টস ডেস্কঃ  
টেস্টে সাম্প্রতিক সময়ে যাচ্ছে তাই অবস্থা বাংলাদেশের। সবশেষ ছয় টেস্টের মধ্যে ৫টিতে ইনিংস ব্যবধানে হেরেছে টাইগাররা। পরাজয়ের মূল কারণ ছন্নছাড়া ব্যাটিং, সবশেষ ৫ টেস্টে নেই কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের সেঞ্চুরি। তবে সেঞ্চুরির সেই ব্যর্থতা ঘুচাতে চান মুমিনুলরা।
শুক্রবার মিরপুর শেরেবাংলায় ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক সৌরভ বলেন, সত্যি বললে, দলে কোনো সেঞ্চুরি না থাকলে একটু নিচের দিকেই থাকবে যেকোনো দল। আমার কাছে মনে হয় আমরা হয়তো খারাপ সময়ের মধ্যে ছিলাম। ইনশাআল্লাহ,আমরা এটা কাটিয়ে উঠতে কাজ করছি। কথা দিলাম, খুব শীঘ্রই বড় ইনিংস দেখতে পাবেন।
সেঞ্চুরির খড়া কাটানোর প্রত্যয় বক্ত করে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক বলেন, আমি কথা দিলাম, আমাদের দল হতে বড় একটা একশ, একশ না, দুইশ-তিনশও হতে পারে। চাইলে বড়ই চাইব। মানে বড় ইনিংস দেখতে পাবেন। যেকোনো একজন খেলবে ইনশাআল্লাহ।
শনিবার সকাল নয়টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেশুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ