মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন

এ কেমন বিয়ের প্রস্তাব যুবকের!

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯
  • ২৪৮ বার

অনলাইন ডেস্ক::
পছন্দের মানুষকে জীবনসঙ্গী বা সঙ্গিনী করতে কে না চায়। সেজন্য বিয়ের প্রস্তাব দিলে যদি প্রত্যাখ্যাত হন সে ভাবনায় উদ্বিগ্ন হয়ে পড়েন অনেকে।
যে কারণে অনেকেই ‘আমাকে বিয়ে করবে? ’ এমন কথাটা আটঘাট বেঁধে এমনভাবে বলতে চান যেন মুগ্ধ হয়ে যান বিপরীত দিকের মানুষটি। আর যেন ফিরিয়ে না দেন।
সে কারণেই বিয়ের প্রস্তাব দিতে অভিনব সব পন্থা বেছে নেন কেউ কেউ। পানিতে, কোনো ইমারতে বা আকাশে বেলুন ঝুলিয়ে নাটকীয়ভাবে বিয়ের প্রস্তাব দিতে দেখা গেছে অনেককে। তবে বিয়ের প্রস্তাবে গোটা দেশজুড়ে ‘ম্যারি মি’ লিখেছেন এমন ঘটনা হয়ত এই প্রথম।
টোকিওর শিল্পী ইয়াসুশি ইয়াশান তাকাহাসি তার প্রিয়তমা নাৎসুকিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ঠিক এইভাবে।
জাপানের হোক্কাইডো দ্বীপটিকে এজন্য বেছে নিলেন তিনি। গোটা দ্বীপজুড়ে প্রিয়ার উদ্দেশ্যে লিখেছেন ‘ম্যারি মি’।
প্রশ্ন জাগতে পারে এটা কী সম্ভব? হা, রং তুলি দিয়ে নয় গুগল ম্যাপ আর জিপিএস লোকেটর দিয়ে কাজটি সম্ভব করেছেন এই শিল্পী।
তবে কাজটি মোটেই সহজ ছিল না। ৩১ বছর বয়সী ইয়াশান এজন্য পরিশ্রম করেছেন ছয় মাস।
হোক্কাইডো দ্বীপে চার হাজার ৪৫১ মাইল রাস্তা পার করেছেন তিনি ম্যারি মি লেখার জন্য।
ইয়াশান প্রথমে কাগজের ম্যাপ দেখে নিজের যাত্রাপথ ঠিক করে নেন। পরিকল্পনা করে নেন দ্বীপটির কোন কোন পয়েন্টে জিপিএস লোকেটর চালু করবেন ও বন্ধ রাখবেন।
এরপর সব ব্যবস্থাসহ জিপিএস ডিভাইস নিয়ে গাড়িতে বেরিয়ে পড়েন। জিপিএস অন মানেই গুগল ম্যাপে হলুদ রংয়ের রেখা জমা হতে থাকা। এভাবেই গাড়ি চালিয়ে ম্যাপে আঁকা ‘ম্যারি মি’ লিখে ফেলেন তিনি গোটা দ্বীপজুড়ে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ