সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:২২ পূর্বাহ্ন

এরশাদের সঙ্গে থাকা যায় না

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮
  • ২৩০ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা ও ফেনী জেলা জাপার আহ্বায়ক রিন্টু আনোয়ার দলীয় সব পদ থেকে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার জাপা চেয়ারম্যানকে পাঠানো পদত্যাগপত্রে উদ্ভূত প্রেক্ষাপট ও পরিস্থিতি বিবেচনায় জাতীয় পার্টির রাজনীতি করা সমীচীন হবে না বিধায় পার্টি থেকে পদত্যাগ করছি বলে উল্লেখ করেন তিনি।
রিন্টু আনোয়ার জানান, ২০টি বছর এরশাদের সঙ্গে সততার সঙ্গে নিরলসভাবে কাজ করেছি। কিন্তু সম্প্রতি আমার প্রতি যে অবিচার ও অসম্মানের ঘটনা ঘটেছে তাতে আমি সত্যিই মর্মাহত। তার (এরশাদ) সঙ্গে থাকা যায় না। জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে কাজ করা সমীচীন হবে না। তাই পার্টির সব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
জাপা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে ফেনী-৩ আসন থেকে মহাজোটের প্রার্থী ছিলেন রিন্টু আনোয়ার। এবারও আসন্ন নির্বাচনে এ আসনটি জাপাকে ছেড়ে দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। সম্প্রতি লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী জাপায় যোগদান করে ফেনী-৩ আসন নিশ্চিত করেন বলে সূত্র জানায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ