স্টাফ রিপোর্টার :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে টানা তৃতীয়বারের মতো মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। আর সরকারের এই নব্য মন্ত্রীসভায় সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সংসদ আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সংসদের সদস্য আলহাজ্ব এম এ মান্নান এমপি। তিনি এর আগে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বের পাশাপাশি অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। রবিবার (৬ জানুয়ারি) বিকালে আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
আগামীকাল সোমবার বিকাল সাড়ে তিনটায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ শপথ বাক্য পাঠ করাবেন। এদিকে এম এ মান্নান পরিকল্পনা মন্ত্রী নির্বাচিত হওয়ায় তাৎক্ষণিক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। রবিবার বিকেলে উপজেলার শান্তিগঞ্জ বাজার থেকে শুরু হয়ে একটি মিছিল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। এসময় আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, এম এ মান্নানের একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক দিলিপ কুমার তালুকদার, উপজেলা খেলাফত মজলিশের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, উপজেলা কৃষকলীগের সিনিয়র আহবায়ক গনি ভান্ডারী, যুবলীগ নেতা রওশন খান, উদীচীর সভাপতি শ্যামল দেব, সাধারণসম্পাদক জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহুর, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আল মাহমুদ সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা নাইম আহমদ সান সহ প্রমুখ।