স্টাফ রিপোর্টার :: সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে টানা ৩ বার সরকার গঠন করেছে আওয়ামীলীগ। আর এই সরকারের মন্ত্রীসভায় পরিকল্পনা মন্ত্রী হয়েছেন সুনামগঞ্জ-৩ আসনের বারবার নির্বাচিত সাংসদ আলহাজ্জ্ব এম এ মান্নান। এম এ মান্নান পরিকল্পনা মন্ত্রী হওয়ায় খুশির আমেজ বিরাজ করছে গোটা সুনামগঞ্জে। তাই এম এ মান্নানকে বরণ করার লক্ষ্যে মতবিনিময় সভা করেছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার বিকেলে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের হিজল বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, হাজী আব্দুল লতিফ কালাশাহ, মাওলানা আব্দুল কাইয়ুম,সহ-সভাপতি মনির উদ্দিন, এম এ মান্নানের একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আবাব মিয়া, দপ্তর সম্পাদক দিলিপ কুমার তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, আওয়ামীলীগ নেতা, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বশির আহমদ, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি প্রভাষক নুর হোসেন, সহ সভাপতি জুবেল মিয়া, রাজা মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের আহবায়ক ফয়েজুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল গনি ভান্ডারী, যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন মুজিব, উপজেলা আওয়ামী তথ্যপ্রযুক্তি লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফয়সল আহমদ, জয়কলস ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদ, সহ সভাপতি আল মাহমুদ সুহেল, হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক জুয়েল দাস, সহ সম্পাদক দিলিপ দাস সহ প্রমুখ। উক্ত সভায় আগামী ১২ জানুয়ারী পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে সংবর্ধনা দেয়ার দিন ধায্য করা হয়।