স্পোর্টস ডেস্কঃ কিলিয়ান এমবাপ্পের অসাধারণ পারফরম্যান্সে সুইডেনকে হারিয়ে উয়েফা নেশন্স লিগে জয় দিয়ে শুভ সূচনা করেছে ফ্রান্স।
ম্যাচের ৪০ মিনিট পার হওয়ার পরেও গোলমুখ খুলতে পারছিল না ফরাসিরা। এর কিছুক্ষণ পরেই জাদুকরী এক গোল করেন ২১ বছর বয়সী স্ট্রাইকার এমবাপ্পে। যা ছিল দলে একমাত্র জয়সূচক গোল।
স্টোকহোমের ফ্রেন্ডস অ্যারেনায় শনিবার রাতে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচটিতে স্বাগতিক সুইডেনকে ১-০ হারায় বিশ্ব চ্যাম্পিয়নরা।
এদিন প্রথমার্ধে নেমে সুইডেনের রক্ষণ ভাঙতে রীতিমতো ঘাম ঝরাচ্ছিল ফ্রান্স। ম্যাচের ৪০ তম মিনিট পর্যন্ত গোলের দেখা পাচ্ছিল না দিদিয়ের দেশমের দল।
বিরতিতে যাওয়ার চার মিনিট আগে স্কোরবোর্ড থেকে শূন্য সরাতে সক্ষম হন এমবাপ্পে।
তার অসাধারণ নৈপুণ্যে ধরাশায়ী হয় সুইডিশ গোলরক্ষক।
গোলটি ছিল সেরাদের কাতারের একটি। যা দেখে শুধু ফরাসিরাই নয়, ফুটবলপ্রেমীরাও উচ্ছ্বাসে লাফিয়ে উঠবেন।
বাঁ দিক দিয়ে বল পায়ে ডি-বক্সে ঢুকে দারুণ কৌশলে দুজনকে পরাস্ত করে দুরূহ কোণ থেকে বল জালে জড়ান এই পিএসজি তারকা।