রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০২:২১ পূর্বাহ্ন

এমপি রমেশ চন্দ্র সেন করোনায় আক্রান্ত

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ২১৮ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার রাতে নমুনার ফলাফলে তার করোনা ‘পজিটিভ’ আসে।

এই প্রথম জেলার কোনো সংসদ সদস্য করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলেন।

ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন মাহফুজুর রহমান সরকার যুগান্তরকে জানান, কয়েক দিন আগে এমপি রমেশ চন্দ্র সেনের সর্দি-কাশি ছিল। এ কারণে ৩ আগস্ট সাংসদের নমুনা সংগ্রহ করা হয়। পরে তা পরীক্ষার জন্য সেই নমুনা দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। বুধবার রাতে আসা নমুনা পরীক্ষার ফলাফলে তিনি পজিটিভ হিসেবে শনাক্ত হন।

সংসদ সদস্য ছাড়াও এদিন আরও ৮ জনের করোনা ‘পজিটিভ’ এসেছে বলে জানান তিনি।

সিভিল সার্জন জানান, আরও বলেন, সাংসদ রমেশ চন্দ্র সেন নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন। তার বাড়ির অন্য সদস্যরা সুস্থ আছেন। কারও মধ্যে করোনার কোনো উপসর্গ প্রকাশ পায়নি। তিনি বাড়িতে থেকেই চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন।

বুধবার সকালে ঠাকুরগাঁও সার্কিট হাউসের হলরুমে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতিমূলক আলোচনা সভায় অংশ নিয়েছিলেন রমেশ চন্দ্র সেন।

ওই সভায় জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম, সিভিল সার্জন মাহফুজুর রহমান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুত্রঃ যুগান্তর

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ