বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন

এমপিদের বিষয়ে স্পিকারকে সিইসির চিঠি

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৬ মার্চ, ২০১৯
  • ২২৭ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্যদের আচরণবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
মঙ্গলবার স্পিকার সিইসির চিঠি হাতে পেয়েছেন।
উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি অনুযায়ী, সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেন না। এই আইন অনুযায়ী এমপিরাও গুরুত্বপূর্ণ ব্যক্তি। সে হিসেবে তারাও নির্বাচনের প্রচারে অংশ নিতে পারেন না। কিন্তু কয়েকজন এমপি আচরণবিধি না মেনে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন।
ইতিমধ্যে নির্বাচন কমিশন রাজশাহী-১ এর ওমর ফারুক চৌধুরী, নাটোর-৪ এর আবদুল কুদ্দুস ও নেত্রকোনা-৫ আসনের ওয়ারেসাত হোসেন বেলালকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসি। কিন্তু তাতে কোনো ফল হয়নি।
সূত্র জানায়, এ অবস্থায় এমপিরা যাতে আচরণবিধি মেনে চলেন, সে বিষয়ে অনুরোধ জানিয়ে স্পিকারকে একটি চিঠি দিয়েছেন সিইসি।
জানতে চাইলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, সিইসির দেয়া চিঠি আমি পেয়েছি। চিঠিতে আচরণবিধির বিষয়টি তুলে ধরা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা যাতে আচরণবিধি প্রতিপালন করেন, সিইসি সে অনুরোধ করেছেন। সংসদ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এবার পাঁচ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১০ মার্চ প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ