স্পোর্টস ডেস্ক
এবারের এশিয়া কাপে ভারতের কাছে দুইবার হেরেছে পাকিস্তান। এরপর বাংলাদেশের কাছেও নাকাল। টাইগারদের কাছে ৩৭ রানে হেরে এশিয়া কাপ থেকে বিদায় হয়ে গেছে দুইবারের চ্যাম্পিয়নদের।
বাংলাদেশের কাছে পরাজয়ের পর নিজেদের দলের এমন দুর্দশা যেন মেনে নিতেই পারছেন না পাকিস্তানের জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা ও সাবেক স্পিনার সাঈদ আজমল।
পাকিস্তানের আলোচিত ধারাভাষ্যকার রমিজ রাজার মতে, পাকিস্তান দলের এমন বাজে অবস্থা কখনই দেখেননি তিনি। এশিয়া কাপে পাকিস্তানের ভুলের তালিকা করলে নাকি লেগে যাবে কয়েক হাজার পাতা!
রমিজ বলেন, ‘এমন বাজে পাকিস্তান দল আর কখনোই দেখিনি। এই দলটা ভুল করেছে, বেশি করে ভুল করেছে, একই ভুল বারবার করেছে। যদি পাকিস্তান ক্রিকেট দলের ভুলের তালিকা ছাপা হয়, তাহলে সেটি হবে কয়েক হাজার পৃষ্ঠার। আমি অনেক দিন এমন ভঙ্গুর, ফ্যাকাশে চেহারার পাকিস্তান দল দেখিনি।’
অপরদিকে দলের এমন পারফরম্যান্স দেখে ভীষণ ক্ষেপেছেন পাকিস্তানে সাবেক স্পিনার সাঈদ আজমল। শুধু ক্ষেপেছেন বললে ভুল হবে। বাংলাদেশের এই উন্নতি যেন হজম করতে পারছেন না তিনি। একটা সময় এই দলগুলোকে পাকিস্তান পাত্তা দিত না, সেই স্মৃতি আঁকড়ে ধরে আছেন সাবেক এই অফস্পিনার।
আজমল বলেন, ‘এই দলগুলো পাকিস্তানের নাম শুনলেই ভয় পেতো। পাকিস্তানের নাম শুনলেই তারা ম্যাচ হেরে বসতো। এখন এই দলগুলোর বোলাররা আমাদের ব্যাটসম্যানদের চোখ রাঙাছে, আমাদের যেকোনো কিছু করার মতো স্পর্ধা দেখাচ্ছে। এই দিনও এসে গেল। দলের পারফরম্যান্স এতটাই বাজে! বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দেখে আমার রীতিমতো লজ্জা লাগছে।’