মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন

এবার গরুর জন্য শৌচাগার

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মার্চ, ২০১৯
  • ৩৮৮ বার

আন্তর্জাতিক ডেস্ক::
মানুষের জন্য স্বাস্থ্যসম্মত শৌচাগারের কথা আমরা অহরহ শুনে থাকি। এ ছাড়া মানুষের সুস্বাস্থ্যের জন্য শৌচাগার আবশ্যক। তবে শৌচাগার যদি হয় গরুর জন্য, তবে ভাবছেন কেমন করে এটি হতে পারে।
বিষয়টি গুজব নয়; সত্যি। হেঙ্ক হানসকাম্প নামে নেদারল্যান্ডসের এক গবেষক শৌচাগারটি উদ্ভাবন করেছেন।
ইতোমধ্যে গরুর শৌচাগারব্যবস্থা নিয়ে দেশটির পূর্বাঞ্চলীয় শহর দুতিনশেমের একটি খামারে পরীক্ষা-নিরীক্ষাও শুরু হয়েছে। এই খামারে গরুগুলোকে শৌচাগার ব্যবহার শেখানো হচ্ছে।
গরু শৌচাগার যেভাবে তৈরি করা হয়েছে
মূত্র সংগ্রহের জন্য গরুর পেছনে একটি বাক্স রাখা হয়। এই বাক্সটি ১৫ থেকে ২০ লিটার মূত্র সংগ্রহ করতে পারে। গরুগুলোর খাওয়া শেষ হলেই একটি রোবটনিয়ন্ত্রিত যান্ত্রিক হাত গরুর ওলানের পাশের স্নায়ুকে উদ্দীপ্ত করে। এ সময় গরু মূত্রত্যাগ করলে তা নির্দিষ্ট বাক্সে জমা হয়।
গবেষক হেঙ্ক হানসকাম্প জানান, খামারে পরীক্ষা-নিরীক্ষাও শুরু হয়েছে। প্রাথমিকভাবে ৫৮ গরুর ওপর এই পরীক্ষা চালানো হলে সাতটি গরু এরই মধ্যে নির্দিষ্ট বাক্সে মূত্রত্যাগ করতে শিখে গেছে।
তিনি বলেন, গরুর মূত্র অ্যামোনিয়ার একটি ভালো বড় উৎস, যা ইউরিয়া সার উৎপাদনে ব্যবহৃত হয়। নির্দিষ্ট স্থানে গরুর মূত্রত্যাগের ফলে অ্যামোনিয়ার উৎস হিসেবে কাজে লাগবে বলেও জানান এই গবেষক।
সূত্র: এএফপি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ