মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন

এখন রাজনীতি করার সময় নয়: নাসিম

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৭ আগস্ট, ২০১৯
  • ২৬১ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ 
শুধু সিটি কর্পোরেশন নয়, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
নাসিম বলেছেন, শুধু সিটি কর্পোরেশন বা সরকার নয়, এডিস মশা ধ্বংস করার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। আপনাদের কাছে অনুরোধ করবো স্কুল, কলেজ আপনাদের বাসা বাড়ি, যেখানে কাজ করেন সে জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন।
বুধবার দুপুরে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে মশক নিধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও ১৪ দলের উদ্যোগে এই ডেঙ্গুবিরোধী জনসচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, সবাই মিলে পাড়া-মহল্লায় ডেঙ্গুর বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের জঙ্গি দমন হয়েছে। আমরা ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হবো।
এখন রাজনীতি করার সময় নয় উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, দেশের মানুষের স্বার্থে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। এখন রাজনীতি করার সময় নয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ সহিদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ