শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৩৯ পূর্বাহ্ন

এক গুচ্ছ কবিতা || আব্দুল মতিন

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪৬৫ বার
দূরে গেলেই আসল নামে ডাকো ….
দূরে গেলেই আসল নামে ডাকো; তোমার ইনসোমনিয়া
বাড়ে;  টান পড়ে বুকে। 
 
কষ্টের  অনুবাদ  হয়ে উঠে প্রেম। কিছু বিষন্ন  পাখির ডাকে খনন করো কবিতা।
 
উড়াল মেঘের ডানায় পোড়ামাটির গন্ধ নিয়ে আসে বৈশাখী ঝড়  । 
একজোড়া দাঁড়াশের সঙ্গম নৃত্য ভুলিয়ে দেয় বর্ষার রোদন। 
উন্দালের  ধোঁয়া  ..
 
মা,সংসারের গ্লানি রান্না করেন;উন্দালের  ধোঁয়ায় কাঁদায় পুরো পরিবার।  
সারা রাত কবিকে ভাবায়  আজন্ম পাপ ; বের হয় কবিতার ধোঁয়া।পাঠশালা বিমুখ মানুষগুলো  বলে উন্মাদ ।
 
বিদায় ! কেন এই বিষাদ তুমি  দিলে? প্রস্থানে যাবে যে কোলাহল ফেলে, তাজমহল ফেলে যমুনায়।
ফসলের মাঠ পুড়ে কৃষকের রক্তে ...
কল কারখানায় বের হয় কঙ্কালপোড়া ধোঁয়া ;পরিবেশ দোষণ নিয়ে ভাবি!  
 
ফসলের মাঠ পুড়ে কৃষকের রক্ত; আমরা বলি জীবাশ্ম।
 
পুড়ে  মানুষ, সভ্যতা, বিবেক  ; দাবানলের ধোঁয়া বলে ভুলে যায় এই পৃথিবী । 
জীবন্ত মানুষ পোড়া ধোঁয়ায়; ছেঁয়ে যায় আফগানিস্তান, ইরাক,সিরিয়া,লিবিয়া,ফিলিস্তিন …।
বৃক্ষ ….
মানুষের  বিষাক্ত কার্বন টানে বৃক্ষ ;তাই  বনভুমি এতো সবুজ, 
মানুষ  ভালবাসে বিরহ; বৃক্ষের কাছে খোঁজে কাঙ্ক্ষিত সুখ।  

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ