দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ দেশে গত ২৭ জানুয়ারি থেকে করোনাভাইরাস প্রতিষেধক টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার (কোভিশিল্ড) টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন।
পরবর্তীতে কোভিশিল্ড ছাড়াও ধাপে ধাপে মার্কিন যুক্তরাষ্ট্রের মডার্না, ফাইজারের বায়োএনটেক ও চীনের সিনোফার্মসহ চার ধরনের টিকা দেয়া হয়।
এদিকে, টিকাদান শুরুর পর বৃহস্পতিবার (৫ আগস্ট) পর্যন্ত মোট এক কোটি ৪৭ লাখ ৩৩ হাজার ৩১৪ ডোজ টিকা দেয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন এক কোটি ২৮ লাখ নয় হাজার ৭৯৭ জন মানুষ। আর দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৪৪ লাখ ৪৩ হাজার ৫১৭ জন।
এছাড়া টিকা নিতে বৃহস্পতিবার পর্যন্ত সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন এক কোটি ৭৭ লাখ ৯৫ হাজার ৪৯৭ জন।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
ওই প্রতিবেদনের তথ্যানুযায়ী—গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৭৯ হাজার ৮৪৪ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ৬১ হাজার ১৮২ জন ও নারী এক লাখ ১৮ হাজার ৬৬২ জন।
আর একদিনে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২৭ হাজার ৩৮৬ জন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৭৩০ জন ও নারী ১০ হাজার ৬৫৬ জন। অর্থাৎ একদিনে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে টিকা নিয়েছেন তিন লাখ সাত হাজার ২৩০ জন।
সিনোফার্ম
গত ২৪ ঘণ্টায় সিনোফার্মের টিকার প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ৯৩ হাজার ৪৪৮ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ নয় হাজার ২৪৭ জন ও নারী ৮৪ হাজার ২০১ জন। এ নিয়ে সিনোফার্মের প্রথম ডোজের টিকাগ্রহণকারীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩ লাখ ১৭ হাজার ৫৮২ জন।
একই সময়ে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১২ হাজার ৮৫৫ জন। তাদের মধ্যে পুরুষ সাত হাজার ৩০৩ জন ও নারী পাঁচ হাজার ৫৫২ জন। এ নিয়ে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করলেন ৯২ হাজার ২৪৮ জন।
মডার্না
এদিকে, একদিনে সারা দেশে মডার্নার টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৮৬ হাজার ৩৮৬ জন। তাদের মধ্যে পুরুষ ৫১ হাজার ৯২৯ জন ও নারী ৩৪ হাজার ৪৫৭ জন। এ নিয়ে মডার্নার প্রথম ডোজের টিকাগ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ এক হাজার ৮৯৭ জন।
ফাইজার-বায়োএনটেক
গত ২৪ ঘণ্টায় ফাইজারের প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫০ হাজার ২৫৫ জন। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক হাজার ৬৬২ জন। তাদের মধ্যে পুরুষ এক হাজার ৩৮৩ জন ও নারী ২৭৯ জন। এ নিয়ে ফাইজারের দ্বিতীয় ডোজের টিকাগ্রহণকারীর সংখ্যা দাঁড়াল সাত হাজার ৩৮ জন।
অ্যাস্ট্রাজেনেকা
এদিকে, একদিনে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের টিকা নিয়েছেন ১০ জন। তাদের মধ্যে ছয়জন পুরুষ ও চারজন নারী। এ নিয়ে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের টিকাগ্রহণকারীর মোট সংখ্যা দাঁড়াল ৫৮ লাখ ২০ হাজার ৬৩ জন।
গত ২৪ ঘণ্টায় অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১২ হাজার ৮৬৯ জন। তাদের মধ্যে পুরুষ আট হাজার ৪৪ জন ও মহিলা চার হাজার ৮২৫ জন। এ নিয়ে দ্বিতীয় ডোজের মোট টিকাগ্রহণকারীর সংখ্যা ৪৩ লাখ ৪৪ হাজার ২৩১ জন।