স্পোর্টস ডেস্ক::
শেষ ওভারের জুজু আজও কাটিয়ে উঠতে পারল না বাংলাদেশ। কেন জানি তীরে এসে তরীটা ভেড়াতে পারে না টাইগাররা। হাতে থাকে ঢের উইকেট। রান-বলের পার্থক্যও থাকে যৎসামান্য।তবু লেজেগোবরে অবস্থা করে ফেলে তারা। এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে শেষ ওভারে ২ রানে হার। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে অন্তিমলগ্নে ১ রানে পরাজয়। আফগানিস্তানের বিপক্ষে একইভাবে ১ রানে হার-এখনো কাঁদায় বাংলাদেশ ক্রিকেটপ্রেমীদের।
সেগুলোর সমান না হলেও কাছাকাছি তো বটে, আজ আরো একটি হৃদয়বিদারক দৃশ্য দেখতে হলো তাদের। জিতলেই সিরিজ জয় নিশ্চিত,হারলে অপেক্ষা বাড়বে। এমন সমীকরণ নিয়ে গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ২৭২ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল ক্যারিবীয়রা।সেই চ্যালেঞ্জ অনায়াসে টপকে যাচ্ছিল টাইগাররা! কিন্তু বিধিবাম! আবারো শেষ ওভারের জুজু জেঁকে বসে তাদের কাঁধে। শেষ পর্যন্ত তার কাছে হার। ৪ উইকেট হাতে রেখেও ৩ রানের পরাজয় আরেকবার ক্ষতবিক্ষত করল ক্রিকেট-রসিকদের হৃদয়!