শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:৪২ অপরাহ্ন

এই তাহলে সাকিবদের নতুন টেস্ট জার্সি

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ২৪৫ বার

স্পোর্টস ডেস্কঃ  
নম্বর লেখা জার্সি পরে চট্টগ্রাম টেস্টে আফগানিস্তানের বিপক্ষে নামবে বাংলাদেশ।
আফগানিস্তানের অনুশীলন ততক্ষণে শেষে। বাংলাদেশ মাত্রই এল। অনুশীলন শুরুর আগে ড্রেসিংরুমের সামনের বারান্দায় এক এক করে খেলোয়াড়েরা আসছেন, আর আলোকচিত্রীরা ক্লিক করে চলেছেন। সম্প্রচারে দায়িত্বে থাকা টেলিভিশন ও আনুষঙ্গিক নানা কারণে খেলোয়াড়দের ‘পাসপোর্ট’ আকারের ছবি তোলা হয় প্রায় প্রতি সিরিজের আগে।
সেটির ধারাবাহিকতায় বাংলাদেশ দলের খেলোয়াড়েরা একে একে অফিশিয়াল আলোকচিত্রীর ক্যামেরার সামনে এসে দাঁড়াচ্ছেন। সাকিব আল হাসান যখন ছবি তুলতে এলেন, দূর থেকে বাংলাদেশ টেস্ট অধিনায়ককে দেখে এগিয়ে এলেন রশিদ খান। দুই অধিনায়ক যখন একে অপরকে জড়িয়ে ধরেছেন, সাকিবের পিঠে ‘৭৫’ নম্বরটা বিশেষ নজর কাড়ল। রশিদের পরনে প্র্যাকটিস জার্সি থাকায় বাংলাদেশ অধিনায়কের সাদা পোশাকে সবুজ নম্বরটা একটু বেশিই জ্বলজ্বল করছিল।
কদিন আগে টেস্টে চালু হয়েছে জার্সি নম্বর। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এরই মধ্যে সাদা পোশাকে জার্সি নম্বর যোগ করে খেলাও শুরু করেছে। কিন্তু বাংলাদেশের খেলোয়াড়দের জার্সি নম্বরে কেমন লাগে, সাদা পোশাকে নম্বরের রংটা কেমন হবে—অজানাই ছিল। এখনো সাধারণ দর্শকদের দেখার বাকি থাকলেও অফিশিয়াল ছবি তোলার সৌজন্যে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে উপস্থিত সাংবাদিকদের সুযোগ হলো চট্টগ্রাম টেস্টের আগে খেলোয়াড়দের জার্সি নম্বর দেখে নেওয়ার।
সীমিত ওভারের ক্রিকেটে যে জার্সি নম্বর পরে খেলেন বাংলাদেশের ক্রিকেটাররা, টেস্টেও সেটিই থাকছে। যেমন—সাকিব পরবেন তাঁর আইকনিক ‘৭৫’, মাহমুদউল্লাহ ‘৩০’, সৌম্য সরকার ‘৫৯’, মোসাদ্দেক হোসেন ‘৩২’, আবু জায়েদ ‘১৭’ লিটন দাস ‘১৬’ নম্বর পরেই খেলবেন। যাঁরা কখনোই রঙিন পোশাকে খেলেননি, নতুন করে জানা গেল তাঁদের জার্সি নম্বরও। যেমন সাদমান পরবেন ‘১০’, ইবাদত হোসেনের জার্সি নম্বর ‘৫৮’।
মজাটা হলো মুশফিকুর রহিম ছবি তোলার সময়। হন্তদন্ত হয়ে তিনি পরে এসেছেন ‘৫৩’ নম্বর জার্সি। পেছনে নাম দেখেই বোঝা যাচ্ছে জার্সিটা মেহেদী হাসান মিরাজের! তা মুশফিকের জার্সি কোথায়? বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান ব্যাগ থেকে সেটি এখনই বের করতে চান না। একেবারে টেস্ট খেলার সময়ই ওটা পরবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ