বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৫:৩১ পূর্বাহ্ন

উত্তর প্রদেশে বিক্ষোভ চলছেই, নিহতের সংখ্যা বেড়ে ১১

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ২১৪ বার

অনলাইন ডেস্কঃ  
নতুন নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিক নিবন্ধনকে (এনআরসি) কেন্দ্র করে শনিবারও উত্তপ্ত রয়েছে ভারতের উত্তর প্রদেশ। গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া বিক্ষোভে রাজ্যে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। নিহতদের মধ্যে আট বছরের এক শিশুও রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল থেকেই উত্তর প্রদেশে রামপুরে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। পাশাপাশি ব্যাপক ধরপাকড়ও চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কেবল প্রয়াগরাজেই ১৫০ জনকে আটক করা হয়েছে। গাজিয়াবাদে আটক করা হয়েছে ৬৫ জনকে।
উত্তর প্রদেশ প্রশাসন সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের মীরাট শহরে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। ওই সংঘর্ষের মধ্যে পড়ে পিষ্ট হয়ে আট বছরের এক শিশুও মারা গেছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, সংঘর্ষে অন্তত ৬ জন পুলিশ গুলিবিদ্ধ হয়েছেন। রাজ্য পুলিশের ডিজি ওপি সিংহের দাবি, পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছে জনতা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে, পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ চলাকালীন পুলিশই গুলি চালিয়েছে। সংঘর্ষের সময় পাথর ছোড়া ও পুলিশের বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
এদিকে রাজ্যের বিভিন্ন জেলায় সংঘর্ষ শুরু হওয়ার পর শুক্রবার রাত থেকেই বিজনৌর, মীরাট, ফিরোজাবাদ, কানপুর, সম্বল, মোরাদাবাদ, আলীগড়, এলাহাবাদসহ রাজ্যের বিভিন্ন জেলায় ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। রাজ্যের এমন পরিস্থিতিতে রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের সঙ্গে দেখা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।
দেশজুড়ে চলমান এমন বিক্ষোভের মধ্যে সিএএ-র বিরুদ্ধে সরব হয়েছেন বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র নেত্রী মায়াবতী। কেন্দ্রীয় সরকারের কাছে এই আইন প্রত্যাহারের দাবি জানিয়েছেন মায়াবতী। পাশাপাশি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার আহ্বানও জানিয়েছেন তিনি। এক টুইটে মায়াবতী লিখেছেন, ‘এনআরসি এবং সিএএ নিয়ে এখন এনডিএর (বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট) মধ্যেই মতপার্থক্য গড়ে উঠতে শুরু করেছে। অতএব এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক। সেই সঙ্গে সকলে যাতে কেবলমাত্র শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করেন, সেই আহ্বানও জানাচ্ছি।’
এর আগে গতকাল শুক্রবার রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভের সময় ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জিসহ ৫০ জনকে আটক করা হয়। শর্মিষ্ঠা নারী কংগ্রেসের দিল্লি শাখার প্রধান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ