মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন

ইমরান খানকে ছেড়ে গেলেন দুই বিশেষ সহকারী

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ২৪৬ বার

অনলাইন ডেস্কঃ  সরকারের নীতিগত বিভিন্ন বিষয়ে মতানৈক্যের জেরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দুই বিশেষ সহকারী পদত্যাগ করেছেন।

তারা হলেন, ইমরান খানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জাফর মির্জা ও ডিজিটাল পাকিস্তান বিষয়ক বিশেষ সহকারী তানিয়া এইড্রাস। বুধবার একইসঙ্গে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তারা। খবর ডন ও জিয়ো নিউজের।

পাকিস্তানের বিরোধীদলগুলো থেকে প্রধানমন্ত্রী ইমরান খানের ২০ জন উপদেষ্টা ও বিশেষ সহকারীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলার পরই এসব পদত্যাগের ঘোষণা আসল।

নাগরিকত্ব নিয়ে তার ও সরকারের যে সমালোচনা হচ্ছে সে কারণেই পদত্যাগ করছেন বলে টুইট বার্তায় তানিয়া জানিয়েছেন।

পদত্যাগ করলেও পাকিস্তানের সেবায় সবসময় নিয়োজিত থাকবেন এবং যে কোনো প্রয়োজনে ইমরান খানের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন তানিয়া এইড্রাস।

তানিয়ার পদত্যাগের ঘোষণার পরপরই পদত্যাগের কথা জানিয়ে টুইট করেন ইমরান খানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. মির্জা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ