রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ন

ইমরানকে বিদেশ যেতে বাধা দেয়ার অভিযোগ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২১ জুলাই, ২০১৮
  • ৪৫৬ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে যুক্তরাষ্ট্রে যেতে বাধা দেয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। একই দাবি করে গণজাগরণ মঞ্চ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। শুক্রবার ফেসবুকে দেয়া এক পোস্টে ইমরান এইচ সরকার বলেন, ‘আমেরিকান সরকারের U.S. Department of State এর আমন্ত্রণে অহিংস আন্দোলন, লিডারশিপ, গণতন্ত্র এবং মানবাধিকার নিয়ে অভিজ্ঞতা বিনিময়ে আজ ৪ সপ্তাহের জন্য আমার আমেরিকা যাবার কথা ছিল। আমি বোর্ডিংসহ ইমিগ্রেশন শেষ করে বিমানে ওঠার সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাত দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাকে বাধা দিয়েছে। যদিও আমার বিরুদ্ধে কোনো ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞা কিংবা মামলা নেই। ইমিগ্রেশন শেষ করার পর এ ধরনের বাধার ঘটনা নজিরবিহীন।’

এ ব্যাপারে আজ (শনিবার) সকালে বিমানবন্দরের ইমগ্রেশন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।
এ বিষয়ে ইমরান এইচ সরকার বলেন, ‘প্লেন থেকে ফিরিয়ে দেয়ার ঘটনা স্পষ্টভাবেই নাগরিক অধিকারের লঙ্ঘন। দেশে ন্যূনতম গণতন্ত্র নেই, সরকারের এই আচরণে এটাই প্রমাণিত হয়। আমি সরকারের এই অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক আচরণের তীব্র নিন্দা জানাই।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ