বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন

ইমরানকে নিয়ে ওড়ার পর প্লেনে ত্রুটি, ফিরতে হলো নিউইয়র্কের হোটেলে

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ২৪১ বার

অনলাইন ডেস্কঃ  
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরতে সফরসঙ্গীদের নিয়ে নিউইয়র্ক থেকে উড়োজাহাজে চড়েছিলেন ইমরান খান। কিন্তু শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে পাকিস্তানে ফেরা হয়নি ইমরানের। উড্ডয়নের পর উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সেটি আবার নিউইয়র্কে ফিরে যায়।
ডন অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সরকারের বিশেষ জেট বিমানে করে পাকিস্তানে ফেরার কথা ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রীর। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় বিমানটি নিউইয়র্কের কেনেডি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। কিন্তু যাত্রাপথে বিমানটিতে কারিগরি ত্রুটি দেখা দেয়। ত্রুটি সারাতে তাই কয়েক ঘণ্টা পরই ইমরান খানকেসহ বিমানটি আবার নিউইয়র্কে ফিরে যায়।
বিমান ফেরত যাওয়ার খবর পেয়ে ইমরান খানকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে ছুটে যান জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত মালিহা লোদি। ফেরত যাওয়ার পর কেনেডি বিমানবন্দরেই বিমানটি সারানোর চেষ্টা করা হয়। ততক্ষণ বিমানবন্দরে অপেক্ষাও করেন ইমরান। কিন্তু শেষ পর্যন্ত ত্রুটি সারাতে না পারায় রুজভেল্ট হোটেলে ফিরে যান ইমরান। নিউইয়র্কে সাত দিনের সফরে এই হোটেলেই ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বরাত দিয়ে ডনের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার সকালের মধ্যে বিমানের ত্রুটি সারানো না গেলে বাণিজ্যিক কোনো ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশে রওনা দেবেন ইমরান। ভূমিকম্পকবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করার জন্য তাড়াতাড়ি দেশে ফিরতে চাইছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ