সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন

ইনিংস ও ১৩০ রানে হারলো বাংলাদেশ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯
  • ২৩০ বার

স্পোর্টস ডেস্কঃ  
ইন্দোর টেস্টে ৬ উইকেটে ৪৯৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল ভারত। আজ তৃতীয় দিনের খেলা শুরুর আগে রাতেই ভারতের প্রথম ইনিংস ঘোষণা করেছেন অধিনায়ক বিরাট কোহলি। অর্থাৎ প্রথম ইনিংসেই ৩৪৩ রানে এগিয়ে রইল স্বাগতিকেরা। ইনিংস ব্যবধান এড়াতে বাংলাদেশকে এখন এই রানপাহাড়ে চড়তে হবে। সে চ্যালেঞ্জ নিয়েই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ ফলাফল ২১৩ রানে অলআউট বাংলাদেশ। এর আগে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয় সফরকারি দল।
হোলকার স্টেডিয়ামের উইকেট সকালে পেস বোলারদের জন্য সহায়ক। সে সুবিধা নিতেই সম্ভবত ইনিংস ঘোষণা করেছেন কোহলি। নতুন বলে ভারতের তিন পেসার ইশান্ত শর্মা, উমেশ যাদব ও মোহাম্মদ শামিকে সামলানোর চ্যালেঞ্জ নিতে হবে বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও ইমরুল কায়েসকে। ম্যাচ বাঁচাতে উইকেটে পড়ে থাকার বিকল্প নেই ব্যাটসম্যানদের সামনে।
৬ উইকেটে ৪৯৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে ভারত। ৩৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ
কাল ভারতের হয়ে ২৪৩ রানের ইনিংস খেলেন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। অজিঙ্কা রাহানের ব্যাট থেকে এসেছে ৮৬ রান। ৭৬ বলে ৬০ রানে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা। শেষ দিকে ১০ বলে অপরাজিত ২৫ রান করে ঝড় তোলেন উমেশ যাদব। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন পেসার আবু জায়েদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ