ছায়াদ হোসেন সবুজঃ যুগে যুগে যারাই গনতন্ত্র মেনে চলেছেন, দেশের মানুষের সেবায় নিয়োজিত থেকে, যারা নিজের প্রতিপত্তি বিস্তার, বিলাস বহুল জীবন চাননি, যাদের চিন্তা চেতনার মুখ্যবিষয়ই ছিল দেশের উন্নয়নে ব্যতিব্যস্ত থাকা, মানুষের উন্নয়নে নিজেকে বিলিয়ে দেয়া তারাই মানুষের আস্থার প্রতীক হয়েছেন, মানুষের প্রিয়তম হয়েছেন। ঠিক তেমনি অসাধারণ গুনাবলী ও কার্যাবলির মাধ্যমে যিনি তার অনুসারীদের সন্তুষ্ট করেন, তাদের প্রেমের শিখরে আগলে রাখেন। যিনি সততার মাধ্যমে তার অনুসারীদেরকে, তার জনগণের মনকে জয় করেন, যাকে সুনামগঞ্জ-৩ আসনের মানুষ কাছে টানে, মানুষ বিশ্বাস করে, যাকে সততার আধার হিসেবে বিবেচনা করে, তিনি হলেন সুনামগঞ্জের সুনাম, উন্নয়নের মহারথী, মানুষের হৃদয়ের ভালোবাসার একটি নাম বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্জ্ব এম এ মান্নান। এম এ মান্নান একজন সৎ ও সজ্জন রাজনীতিবিদ। রাজনীতিতে উনার ব্যক্তিত্ব সবার মন জয় করেছে আরো আগেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এম এ মান্নান সুনামগঞ্জ-৩ আসনের সিংহাসনের মসনদে টানা ৩য় বার আরোহন করেছেন। তিনি জননেত্রী শেখ হাসিনার অত্যান্ত বিশ্বস্ত ও কাছের মানুষ। এম এ মান্নানের যোগ্যতার কারনেই শেখ হাসিনা উনাকে দিয়েছেন দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়,অর্থ ও পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। আর তা তিনি পালন করেছেন সফলতার সাথে, সততার সাথে। আর তাইতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে না গিয়ে বিদেশের অন্যান্য প্রোগ্রামে পাঠিয়ে দেন উনাকে। জনগণ আজ তা বুঝতে পেরেছেন, জনগন আজ উন্নয়নকে দেখতে পাচ্ছেন। তারা আগে যা কখনোই কল্পনা করতে পারেনি ;আজ তাদের চোখের সামনে তার বাস্তবায়ন হচ্ছে। যেসব গ্রামের মানুষ বিদ্যুৎ নামক শব্দ শুনলেই জীবনের শ্রেষ্ঠ সম্পদ হিসেবে মনে করতো আজ এম এ মান্নানের একান্ত প্রচেষ্টার ফসল হিসেবে বিনা মূলে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে। যারা জীবনে সাকো ছাড়া ব্রিজের কল্পনা করতে পারেনি;আজ তারা ব্রিজ পেয়ে দৃষ্টি নন্দন রাস্থা দিয়ে বাড়িতে যাচ্ছে,এটা একান্তই এম এ মান্নানের অবদান। এম এ মান্নানের অবদানের ফসল হিসেবেই এই ভাটিঅঞ্চলে দক্ষিণ সুনামগঞ্জে টেক্সটাইল ইন্সটিটিউট, নতুন থানা ভবন, ফায়ার সার্ভিস স্টেশন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স,নতুন নতুন ব্রীজ, বিভিন্ন স্কুল কলেজ সরকারি করণ, নতুন নতুন একাডেমিক ভবন স্থাপন, মসজিদ,মন্দির স্থাপন, প্রসস্ত রাস্থা ঘাট স্থাপন করা হয়েছে। এবং সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়, দক্ষিণ সুনামগঞ্জ পৌরসভার কাজ, দক্ষিণ সুনামগঞ্জ মহিলা কলেজের কাজ শিগ্রই শুরু হতে যাচ্ছে। আর আমাদের এই রত্ন গর্ভা সন্তানকে সুনামগঞ্জবাসীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্যই সুনামগঞ্জ-৩ আসনের মানুষ আবারো বিপুল ভোটে নির্বাচিত করেছে। মানুষ আর উন্নয়ন থেকে বঞ্চিত হতে চায়নি বলেই পুনরায় উন্নয়নের মহাসড়কে সামিল হতে সক্ষম হয়েছে। এখন সুনামগঞ্জ-৩ আসনের আপামর জনগণের একটাই দাবি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিকট তাদের প্রিয় নেতা প্রতিমন্ত্রী এম এ মান্নানকে যেন অর্থমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।