শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৫:২৬ পূর্বাহ্ন

ইতালিতে বাড়তে পারে লকডাউনের সময়

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ২০৪ বার

অনলাইন ডেস্কঃ  
করোনাভাইরাসের ভয়াবহতায় ইতালিতে লকডাউনের সময় বাড়িয়ে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত করার আলোচনা করছে দেশটির সরকার।
এর আগে দেশটিতে ৩ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় সরকার এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
ইতালির স্থানীয় গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।
খবরে বলা হয়, ৩ এপ্রিল পর্যন্ত সব স্কুল, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ ছিল। তবে এ নির্দেশনা বাড়িয়ে ২ মে করার কথা ভাবছে সরকার।
করোনাভাইরাসের কারণে আরও ১৫ দিনের লকডাউনের জন্য আলোচনা অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে প্রধানমন্ত্রী কন্তে নতুন একটি ডিক্রি জারি করবেন। ডিক্রিটি আজ রোববার বের হওয়ার কথা রয়েছে।
এদিকে ইতালির উত্তরাঞ্চলে করোনা পরিস্থিতি অত্যন্ত নাজুক হওয়ায় সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালিতে। দেশটিতে শনিবার পর্যন্ত ১০ হাজার ২৩ জন প্রাণ হারিয়েছেন। আক্রান্ত ৯২ হাজার ৪৭২ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ