প্রভাষক মশিউর রহমান
শিরিন আক্তার সুনামগঞ্জের একজন আলোকিত সন্তান। তিনি জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামে জন্ম গ্রহন করেন। বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম মনোয়ার আলী ও মাতা সাবেক জনপ্রতিনিধি মাহবুবা খানম। শিরিনা আক্তার বর্তমানে দেশের একটি স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থায় শিক্ষা বিভাগে পরিচালক পদে সিলেটে কর্মরত আছেন । পড়াশুনা করেছেন দেশে ও দেশের বাহিরে। যুক্তরাজ্যের লীডস ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
ছাত্রজীবন থেকেই লেখালেখির শুরু। এ পর্যন্ত তাঁর পাঁচটি বই প্রকাশিত হয়েছে। ‘কৈশোরের স্বপ্নপুরুষ’ ‘আফাল'(উপন্যাস) ‘যে যায় সে যায়'(গল্পগ্রন্থ) ‘উদ্বিড়াল’ ‘যুগপৎ অমাবস্যা এবং পূর্ণিমা ( মুক্তিযুদ্ধ বিষয়ক গল্পগ্রন্থ)। পেশাগত প্রয়োজনেই শিশুদের উপযোগি বই লেখায় বেশ মনযোগী।
চাকুরীর সুবাধে ভ্রমণ করেছেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, ইউএই, ভারত ও থাইল্যান্ড। তাঁর স্বামী মোহাম্মদ ইকবাল হোসেন হাইকোর্টের একজন আইনজীবি। তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জ সদরের মোল্লাপাড়া ইউনিয়নের বুড়িস্থল গ্রামে। লেখিকা শিরিন আক্তারের দুটি বই আমার পড়ার সৌভাগ্য হয়েছে। আফাল (উপন্যাস) ও সে যায় সে যায় (গল্পগ্রন্থ)। গ্রামণী আবহে তৈরী তাঁর চরিত্র গুলো আমাদের আশ পাশ থেকে নেয়া। নিখুঁত ভাবে ফুটিয়ে তুলা চরিত্র গুলো যেন আমাদের চির চেনা।
সুনামগঞ্জের যে প্রকৃতি হাছন রাজা, রাধারমণ, দুর্বিণশাহ, বাউল করিমকে জন্ম দিয়েছে। সেই মরমী কবিদের তীর্থস্থানে জন্ম নেয়া লেখিকা শিরিন আক্তারের লেখায়ও উঠে এসেছে সুনামগঞ্জের মাটি, মানুষ, প্রকৃতি, হাওর, বাওর, নদী, নালা। তাঁর দুটি বই পড়ে মুগ্ধ ও অভিভূত হয়েছি। তাঁর লেখায় আরো উঠে আসুক আমাদের সুনামগঞ্জের মানুষের জীবন ও সংস্কৃতি। উঠে আসুক তৃণমূল মানুষের সুখ, দুঃখ, হাসি কান্না। লেখিকা শিরিন আক্তারের জন্যে অনেক অনেক শুভ কামনা।
লেখক: মশিউর রহমান, প্রভাষক, ইংরেজী বিভাগ, সরকারী দিগেন্দ্র বর্মণ ডিগ্রি কলেজ, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ।