সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন

আ’লীগ বিজয়ী না হলে বাংলাদেশকে ১০০ বছরের পেছনে নিয়ে যাওয়া হবে: এম এ মান্নান

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮
  • ২৭১ বার

স্টাফ রিপোর্টার, এন এ নাহিদ:: 
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন-আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী না হলে বাংলাদেশকে আগামী ১০০ বছরের পেছনে নিয়ে যাওয়া হবে। আর আওয়ামী লীগ বিজয়ী হলে দেশের চেহারা বদলে যাবে। যেভাবে ২০০৮ সালের পর থেকে দেশের ব্যাপক পরিবর্তন করেছে আওয়ামী লীগ সরকার। দেশের প্রতিটি ঘরে-ঘরে বিদ্যুৎ, গ্রামের পর গ্রাম পাকা রাস্তা, সাঁকোর বদলে ব্রীজ, প্রতিটি গ্রামে সুন্দর সুন্দর স্কুল, মাদ্রাসা নির্মাণ করে গ্রামকে প্রায় শহরে পরিনত করতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।

রবিবার বিকাল সাড়ে ৪টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারের উত্তর মাথায় পশ্চিম পাগলা ইউনিয়নে কর্মী সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আবদুল হেকিমের সভাপতিত্বে ও সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুর রহমান শহীদ ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক কেশব দেব’র পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, পশ্চিম পাগলা ইনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জগলুল হায়দার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সিরাজুর রহমান সিরাজ, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল আলম নিক্কু ।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, প্রবীণ আওয়ামীলীগ নেতা আবদুল কাদির, রজব আলী, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম জহুর, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক, শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ মিয়া, শিমুলবাঁক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম হায়দার, প্রবীণ আওয়ামীলীগ নেতা রিয়াজুল ইসলাম রাইজুল, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দীন, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, যুগ্ম-আহবায়ক আবদুল আলীম, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক সেলিম রেজা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বী স্মরণ প্রমুখ। পরে সকলে হাত উঁচিয়ে এম এ মান্নানকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ