স্পোর্টস ডেস্ক::
বিশ্বকাপের জন্য ইতিমধ্যে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাতে ঠাঁই পেয়ে সম্মানিত বোধ করছেন পাক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।
গেল বৃহস্পতিবার দল ঘোষণার পরই টুইটবার্তায় প্রাথমিক প্রতিক্রিয়া জানান তিনি। তাতে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ্! ২০১৯ সালের বিশ্বকাপ স্কোয়াডের অংশ হতে পেরে সম্মানিত বোধ করছি। ইনশাআল্লাহ আমি আমার সেরাটা খেলতে চাই বিশ্বকাপে। শুভকামনার জন্য সবাইকে ধন্যবাদ।
আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে বিশ্বকাপের দ্বাদশ আসর। উদ্বোধনী ম্যাচের পরের দিনই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াই দিয়ে অভিযানে নামবেন সরফরাজ বাহিনী। সাম্প্রতিক সময়ে বাজে ফর্মে থাকলেও বিশ্বমঞ্চে ভালো পারফরম করার ব্যাপারে আশাবাদী তারা।
পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড
সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেটরক্ষক), আবিদ আলি, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলি, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, জুনায়েদ খান, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদি।