শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন

আর্জেন্টিনা দল নিয়ে আশা দেখেন না ম্যারাডোনাই

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ মে, ২০১৮
  • ৩৬০ বার

খেলা ডেস্ক::
এক হাতে প্রেশারের ওষুধ, অন্য হাতে প্রেশার মেশিন! এ নিয়েই হয়তো এবার বিশ্বকাপের খেলাগুলো দেখতে বসবেন ডিয়েগো ম্যারাডোনা। এই আর্জেন্টিনাকে নিয়ে একটুও যে ভরসা পাচ্ছেন না ১৯৮৬ বিশ্বকাপের নায়ক। আর্জেন্টিনা গ্রুপ পর্বেই ধরা খেয়ে যায় কি না, এমন শঙ্কাও প্রকাশ পেল ম্যারাডোনার কথায়। একে তো আর্জেন্টিনা এমন এক গ্রুপে পড়েছে, বাকি তিন দল কেউ কারও চেয়ে কম নয়। ফলে পরিষ্কার দুই ফেবারিট নেই এই গ্রুপে। কোন দল কাকে কখন কাটবে, বলা কঠিন। ফলে আর্জেন্টিনার পথচলা মসৃণ হবে না। তবে প্রতিপক্ষের চেয়ে ম্যারাডোনাকে বেশি ভাবাচ্ছে আর্জেন্টিনা দলটাই। এই দলে ম্যারাডোনা কোনো নেতা দেখেন না। দেখেন না পরিকল্পনার ছাপও।
ম্যারাডোনা বলেছেন, ‘আমার তো সন্দেহ হয়, সত্যিই সন্দেহ হয়। আশা তো করি, প্রথম রাউন্ডটা ভালোয় ভালোয় পার করে দেব। আইসল্যান্ড, নাইজেরিয়া ও ক্রোয়েশিয়া আমাদের জন্য কখনোই সহজ হবে না, কখনোই না।’
এরপরই নিজ দলকে ধুয়ে দিয়েছেন, ‘এই দলের কোনো অভিজ্ঞতা নেই, সামনে থেকে পথ দেখায়, এমন কোনো নেতা নেই, কোনো রণকৌশল নেই। আমার তো মনে হয়, আর্জেন্টিনা দলের মানমর্যাদাই এবার ঝুঁকির মধ্যে আছে। আর্জেন্টিনা থেকে খবর পেয়েছি যে তারা ২-৩-৩-২ ফরম্যাটে খেলতে চায়। এটা হাস্যকর। এখন কেউ এভাবে খেলে বলুন? এ রকম খেলা তো সেই ১৯৩০ সালে খেলা হতো।’

সুত্র: প্রথম আলো

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ