স্টাফ রিপোর্টার::
দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। আর মাত্র কয়েকদিন পরেই কাতারের মাঠে গড়াচ্ছে ফুটবলের মহাযজ্ঞ ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’। তাই তো উত্তেজনায় ভাসছে বিশ্ব। সারাবিশ্বের মতো বাংলাদেশও কাঁপছে ফুটবল জ্বরে।
এদিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জে ইতোমধ্যে আর্জেন্টিনার ৩৬০ হাত পতাকা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন আর্জেন্টিনা দলের কয়েকজন সমর্থক। সম্প্রতি শান্তিগঞ্জ উপজেলায় ডুংরিয়া বাজারে এই পতাকা প্রদর্শন করেছেন দলটির ভক্তরা। পুরো বাজার যেন একখন্ড আর্জেন্টিনা। ধারণা করা হচ্ছে এটিই এখন পর্যন্ত সুনামগঞ্জের সবচেয়ে বড় পতাকা।
এ ব্যাপারে আর্জেন্টিনার সমর্থক জহিরুল ইসলাম অমিত বলেন, আর্জেন্টিনার প্রতি ভালোবাসার কমতি নেই আমাদের। অনেকেই অনেক কথা বলে আমরা এসবে পাত্তাই দেইনা এর কারণ হচ্ছে দলের প্রতি অগাধ আস্থা। আমরা আমাদের এলাকার সমর্থকদের নিয়ে এবারই প্রথম এমন পতাকা তৈরি করেছি । দলের প্রতি ভালবাসা আর বিশ্বাস থেকেই এমন কাজ করেছি আমরা। আগামীতে এর চেয়ে বড় পতাকা তৈরি করার পরিকল্পনাও আমাদের আছে।