বিনোদন ডেস্কঃ বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউতের এক টুইটে তোলপাড় শুরু হয়েছে।
সোমবার কঙ্গনা এক টুইটে লেখেন, আমার বক্তব্যকে মুম্বাইয়ের মুভি মাফিয়ারা একমাত্রিক ভাবছে। আমার সময় ফুরিয়ে আসছে! যে কোনো মুহূর্তে আমার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হবে। কিন্তু এর মধ্যেও যে সময় বেঁচে আছে সেখানে মুভি মাফিয়াদের কীর্তি সরাসরি প্রকাশ্যে আনার চেষ্টা চালিয়ে যাব আমি।
কঙ্গনার এমন টুইটে বিচলিত হয়েছেন ভক্ত-অনুরাগীরা। কারণ সম্প্রতি কঙ্গনার হিমাচলের বাড়ির সামনে গোলগুলির শব্দ শোনা গিয়েছিল।
তবে বিষয়টি তা নয়। সম্প্রতি হ্যাশট্যাগের মাধ্যমে ‘বয়কট কঙ্গনা’ ক্যাম্পেইন শুরু হয়েছে। এই প্রচারকে লক্ষ্য করেই এমন মন্তব্য করেছেন কঙ্গনা।
যে কারণে অনেকেই কঙ্গনাকে টুইটার ছেড়ে ইউটিউবে আসতে বলেছেন।
অনেকেই তার পক্ষ সমর্থন করে লিখেছেন, কঙ্গনা সব সময় সত্যি কথা বলার সাহস রাখেন। টুইট বন্ধ করলেও তার মুখ বন্ধ করা যাবে না। আপনি টুইট ছেড়ে ইউটিউবে আসুন। আপনাকে কেউ আটকাতে পারবে না। আমরা আছি আপনার সঙ্গে।
প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসে বলিউডের প্রিয় মুখ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের প্রভাবশালীদের একহাত নিচ্ছেন কঙ্গনা। সুশান্ত ইন্ডাস্ট্রিতে অভিনেতা সালমান খান, পরিচালক করণ জোহর, মহেশ ভাট, বানসালিদের স্বজনপ্রীতির বলি হয়েছেন বলে অভিযোগ কঙ্গনার।
তথ্যসূত্র: নিউজ এইটিন, আনন্দবাজার।