স্টাফ রিপোর্টারঃ সাবেক পরিকল্পনামন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম এ মান্নান এমপি বলেছেন, শিক্ষার কোন বিকল্প নেই। আমরা যে কাজগুলো করি এরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো শিক্ষাক্ষেত্রে। কারণ এটাই জীবনের চাবিকাঠি। বর্তমান সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এই সরকারের আমলে দেশের শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে৷ আমরা চাই সকল বাঙ্গালী শিক্ষিত হোক। যাতে কেউ অক্ষরজ্ঞানহীন না থাকে এটাই আমাদের লক্ষ্য।
শনিবার(২৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের হলরুমে ডুংরিয়া উত্তরণ ক্লাবের আয়োজনে এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
এম এ মান্নান বলেন, পরিক্ষায় পাস করা বড় নয়। এরআগে মানুষ হতে হবে, ভালো মানুষ। টাকাওয়ালা মানুষ না, শক্তিশালি মানুষ না, অমায়িক মানুষ। সব মানুষকে সম্মান করে সেই মানুষ হতে হবে৷ এর চেয়ে সম্মানের আর কিছু নেই। আমাদেরকে সব মানুষকে সমান চোখে দেখতে হবে। কাউকে উঁচু কাউকে নিচু দেখলে হবে না ৷ স্রষ্টার সৃষ্টি সব সমান৷ সবাই এক পরিবারের। এই বিষয়ে আমাদের সাবধান হতে হবে৷
সময়ের প্রতি গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, সময়ের কাজ সময়ে করতে হবে। সময়কে নষ্ট করা যাবে না৷ সময়কে কাজে না লাগাতে পারলে জীবনে উন্নতি করা যাবে না৷ সুতরাং সময়কে অবশ্যই গুরুত্ব দিতে হবে৷ নিজের কাজ নিজে করতে হবে৷ এটা জীবনের শিক্ষা৷ আর আরেকটা বিষয় ভয় পাওয়া যাবে না৷ সাহসের সাথে বাঁধাহীনভাবে সকল কাজ করতে হবে৷
ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মদনমোহন রায়ের সভাপতিত্বে ও শিক্ষার্থী সামা এবং তাহসিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সমর চন্দ্র পাল, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার বছিরুল ইসলাম, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সিনিয়র সহ-সভাপতি ও এম এ মান্নানের পুত্র সাদাত মান্নান অভি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খাঁন, ডুংরিয়া উত্তরণ ক্লাবের সভাপতি মনিরুজ্জামান বারী সুজন ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিতসহ আরও অনেকে৷
অনুষ্ঠানের পরবর্তীতে শান্তিগঞ্জ, জগন্নাথপুর ও সুনামগঞ্জ সদর উপজেলার বৃত্তিপ্রাপ্ত ৭৫ জন শিক্ষার্থীদের মাঝে মেধা তালিকায় প্রথম ও দ্বিতীয় গ্রেডে সার্টিফিকেটসহ পুরস্কারসামগ্রী বিতরণ করেন এম এ মান্নান৷