বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১২:২৭ অপরাহ্ন

আমাদের প্রবৃদ্ধির মাত্রা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে জাতিসংঘ : পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ২৮০ বার

অনলাইন ডেস্ক :: গ্রামে সব থেকে বেশি দরিদ্র মানুষ বসবাস করেন জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, গ্রামকে শহরে রূপ দিতে কাজ করছি। আমাদের মূল অ্যাকশন গ্রামে শুরু হবে, এই অ্যাকশন দারিদ্র্য তাড়ানোর অ্যাকশন। মানুষের চাওয়া-পাওয়াকে প্রাধান্য দিয়ে কাজ করছি।

আজ পরিকল্পনা মন্ত্রণালয়ের নিজ দফতরে জাতিসংঘের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এসব কথা বলেন।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পোসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আমাদের প্রবৃদ্ধির মাত্রা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে তারা। আমরা স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতে কী ধরনের খরচ করছি, তারা জানতে চেয়েছে। পরিকল্পনামন্ত্রী বলেন, বিনিয়োগ দেশের জন্য ভালো, আমরা বিনিয়োগ চাই; তবে যেকোনো মূল্যে কারো চাপিয়ে দেওয়া বিনিয়োগ চাই না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ