স্পোর্টস ডেস্কঃ
দক্ষিণ আফ্রিকার সঙ্গে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। তবে এখনই আনন্দে গা ভাসাতে চাইছেন না মাশরাফি-সাকিবরা। যেতে যে হবে আরও বহুদূর!
কাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এলেন মাশরাফি বিন মুর্তজা। বিসিবির মিডিয়া ম্যানেজার জানালেন, সাকিব আল হাসানও আসবেন। বিশ্বসেরা অলরাউন্ডার কথা বলবেন মিক্সড জোনে। তাঁর সঙ্গে থাকবেন মেহেদী হাসান মিরাজ। দিনটা বাংলাদেশের—মাশরাফি-সাকিবদের মনের দুয়ার খুলে দেওয়ার দিন!
কাল ওভালে সাকিব তা দিলেনও। খেলার ক্লান্তি ছাপিয়ে জয়ের আনন্দ তাঁর চোখে–মুখে। আবেগ প্রকাশে তিনি সব সময়ই পরিমিত। কালও ছিলেন। তবে বড় মঞ্চে জয়ের খুশি কি আর লুকানো যায়! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত এক জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। হয়েছেন ম্যাচসেরা। সাকিবের মুখে নেমে এসেছে চাঁদের হাসি। নিজেদের ওপর অযাচিত চাপ না নিতে ম্যাচের আগের দিন অধিনায়ক মাশরাফি বলছিলেন, এ বিশ্বকাপে তো নয়ই, দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ফেবারিট নয় বাংলাদেশ। সেই ‘ফেবারিট’ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের মতো বড় মঞ্চে শুরুটা হয়েছে জয় দিয়ে—এবার বাংলাদেশকে বিপজ্জনক দল বলা যায়?
এক ম্যাচ জিতেই সেটি বলার সময় হয়নি। তবে জয়ের ধারা রাখতে পারলে যে অনেক দূর যেতে পারেন, সেটিই বললেন সাকিব, ‘সব সময়ই আমরা বলার চেষ্টা করি (বিপজ্জনক দল)। তবে বাইরের দেশের লোকেরা খুব বেশি পাত্তা দেয় না! এ জায়গাগুলোয় আমাদের প্রমাণের সুযোগ আছে। আমাদের শুরুটা ভালো হলো। মনে করি, সবাই খুবই ভালো অবস্থানে আছে, বিশেষ করে মনস্তাত্ত্বিকভাবে। এভাবে যেতে পারলে আমাদের অনেক দূর যাওয়া সম্ভব।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে শুরু করায় প্রতিটি প্রতিপক্ষ ভীষণ সতর্ক থাকবে বাংলাদেশকে নিয়ে। প্রতিপক্ষের এই সতর্কতার দুটি দিক দেখছেন সাকিব, ‘আমাদের মাত্র শুরু হলো। আরও আটটা ম্যাচ আছে। আরও কঠিন পরিস্থিতি সামলাতে হবে। এ ম্যাচের পর প্রতিপক্ষ আরও সতর্ক হয়ে খেলবে আমাদের সঙ্গে। আমাদের আরও ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। আরও ভালোভাবে পরিকল্পনা কাজে লাগাতে হবে। সবাই আমাদের নিয়ে সতর্ক থাকবে, সেটি আমাদের জন্য একদিক দিয়ে ভালো। এতে তাদের টেনশন কিংবা নার্ভাসনেস কাজ করবে (যেটির সুযোগ বাংলাদেশ নেবে)। অন্যদিকে ভীষণ নজর থাকবে (কাজটা আরও কঠিন হবে) আমাদের ওপর।’
বিশ্বকাপযাত্রা সবে শুরু। বাংলাদেশকে যেতে হবে বহুদূর। শুরুটা ভালো হয়েছে, সাকিবের চাওয়া একটাই, ধারাবাহিকতা ধরে রেখে পৌঁছাতে হবে কাঙ্ক্ষিত লক্ষ্যে।