দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগপত্র আগামী মাসের (নভেম্বর) প্রথম সপ্তাহে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
মামলার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশের তদন্ত পুরোদমে চলছে। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে পুলিশ এই মামলার অভিযোগপত্র দিয়ে দেবে।
আবরার হত্যার ঘটনায় এখন পর্যন্ত বুয়েট ছাত্রলীগের ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ১৫ জন মামলার এজাহারভুক্ত আসামি। আর পুলিশের তদন্তে চারজনের নাম আসায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এই মামলায় আবরারের বাবার করা মামলায় আসামি হিসেবে ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। ওই এজাহারভুক্ত আসামিদের মধ্যে এখন পর্যন্ত চারজন পলাতক রয়েছেন।
গত ৬ অক্টোবর বুয়েট ছাত্রলীগের নেতারা আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে।