স্পোর্টস ডেস্ক::
বিপিএলে এবার কুমিল্লা ভিক্টোরিয়ানসে খেলবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি
বিপিএলের গত মৌসুমে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছিলেন শহীদ আফ্রিদি। পাকিস্তানের মারকুটে এই অলরাউন্ডারকে এবার দলে টেনেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। বিদেশি খেলোয়াড়দের ড্রাফটে তাঁকে নিজেদের শিবিরে টেনেছে ফ্র্যাঞ্চাইজি দলটি।
ড্রাফটে ছয় নম্বর কল ছিল কুমিল্লার। নিজেদের এই ডাকে তাঁরা প্রথমেই দলভুক্ত করে আফ্রিদিকে। এ ছাড়া শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরাকেও দলে টেনেছে তাঁরা। পাকিস্তানের দীর্ঘদেহী পেসার মোহাম্মদ ইরফানকে নিয়েছে সিলেট সিক্সার্স। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের ফ্যাবিয়েন অ্যালেনও খেলবেন সিলেটে। ঢাকা ডায়নামাইটস দলে নিয়েছে সাবেক ইংলিশ ব্যাটসম্যান ইয়ান বেলকে। রবি বোপারা (ইংল্যান্ড) ও রাইলি রুশোকে (দক্ষিণ আফ্রিকা) দলে টেনেছে রংপুর রাইডার্স।
দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্ট ও শ্রীলঙ্কার দাসুন শানাকাকে নিয়েছে চিটাগং ভাইকিংস। খুলনা টাইটান দলে টেনেছে আফগানিস্তানের জহির খান ও ওয়েস্ট ইন্ডিজের শেরফেন রাদারফোর্ডকে। রাজশাহী কিংসে গেছেন শ্রীলঙ্কার ইসুরু উদানা ও লরি ইভানস।