স্পোর্টস ডেস্কঃ
বড় দলগুলোর বিপক্ষে বাংলাদেশ জয় পেলেই রব ওঠে ‘আপসেট!’ তবে এইগুলো নিয়ে এখন আর ভাবেন না মাশরাফি। নিজেদের খেলার দিকেই মনযোগ দিতে চান তাঁরা
বেশ কয়েক বছর ধরে ওয়ানডে র্যাঙ্কিংয়ের সাত নম্বরে খুঁটি গেড়ে বসেছে বাংলাদেশ। দেশের মাটিতে বড় বড় দলগুলোকে বলে কয়ে সিরিজ হারানোকে বানিয়ে ফেলেছে খুব সহজ কাজ। বিদেশের মাটিতেও বাংলাদেশের ‘বড় মাছ’ শিকার চলছে হরহামেশা। এরপরও তথাকথিত বড় দলগুলোকে বাংলাদেশ হারিয়ে দিলেই রব উঠে ‘আপসেট।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানের জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। গতকালের ম্যাচে প্রতিটি বিভাগেই এগিয়ে ছিল মাশরাফি বাহিনী। ম্যাচের প্রায় পুরোটা সময় জয়ের ‘পেন্ডুলাম’ বাংলাদেশের দিকেই দুলে ছিল। তবুও কি না প্রশ্ন উঠেছে, জয়টা আপসেট কি না? অবশ্য প্রশ্নটা সরাসরি ওঠেনি। একটু ঘুরে এসেছে!
গতকাল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কাছে প্রশ্ন ছিল, ‘বাংলাদেশ আগে জিতলে আপসেট মনে করা হতো। আজকের জয়ে এই ধারণাটা বদলাবে কি না?’ মাশরাফির পাল্টা প্রশ্ন, ‘আপনি বলতে চাইছেন এটা আপসেট!’ পুনরায় প্রশ্নকর্তা খোলাসা করেন তাঁর প্রশ্নটি। মাশরাফির ব্যাখ্যা, ‘শতভাগ (বদলাবে)। এটা নির্ভর করে অনেক কিছুর ওপর। মানুষ কে কী মনে করছে, সেটা বোঝা তো কঠিন। আমরা শুধু আমাদের নিজেদের খেলাতেই মন দিতে পারি।’
বিশ্বকাপে এর আগেও দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে বাংলাদেশ। পরিসংখ্যান বলছে এশিয়া থেকে বাংলাদেশই একমাত্র দেশ যারা বিশ্বকাপে প্রোটিয়াদের হারাল দুইবার। আগের জয়টি ছিল ২০০৭ বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে ৬৭ রানে। ২০১১ বিশ্বকাপেও বাংলাদেশের জয় ছিল তিনটি। ২০১৫ বিশ্বকাপে তো ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলেছিল বাংলাদেশ। এর পর চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলা। সব বড় জয়ের পাশেই লেখা হতো ‘আপসেট।’
সে সময়ে ছোট দলের তকমাটা ভোলেননি মাশরাফি। তবে সেগুলো পেছনে ফেলে এখন বড় দল হওয়ার পথে বাংলাদেশ, ‘ওই সময়টা আমাদের জন্য কঠিন ছিল (ছোট দলের তকমা)। এখন আমরা আমাদের নিজেদের খেলায় মন দিচ্ছি। মানুষ তো তাদের মতো করেই ভাববে। আমি নিশ্চিত খুব বেশি মানুষ আমাদের ভক্ত নয়। এত কিছু না ভেবে আমাদের খেলায় মন দেওয়া উচিত।’